বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নিজস্ব চিত্র।
কিছু বহিরাগতই ডেউচা-পাঁচামিতে অশান্তি সৃষ্টি করছেন। বৃহস্পতিবার ডেউচা-পাঁচামিতে বিভিন্ন গ্রামে তৃণমূলের মিছিল ঘিরে অশান্তির ঘটনার পর শুক্রবার এমনই দাবি করলেন বীরভূমে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।
ডেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্প নিয়ে বীরভূম জেলাশাসক ভবনে দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয় শুক্রবার। ওই বৈঠকে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘‘গতকাল এবং সাম্প্রতিক কালে ডেউচা-পাঁচামিতে যে বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটছে, তা সবই বহিরাগতদের উস্কানিতে। এলাকার মানুষদের মধ্যে তাঁরা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন।’’
বৃহস্পতিবার ডেউচা-পাঁচামির বিভিন্ন গ্রামে মিছিলের আয়োজন করে তৃণমূল। মিছিলে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের সকলেই। মিছিলের সর্বাগ্রে ছিলেন, সদ্য তৃণমূলে যোগ দেওয়া আদিবাসী গাঁওতার নেতা সুনীল সরেন। দেওয়ানগঞ্জ এলাকা থেকে মিছিল শুরু হয়। কিছু ক্ষণ পর ওই মিছিলে কয়েক জন আদিবাসী মহিলা লাঠিসোঁটা নিয়ে চড়াও হন বলে অভিযোগ। ওই মহিলাদের দাবি, তাঁরা এলাকায় কয়লাখনি চান না। সেই কারণেই তাঁরা মিছিলে বাধা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্প্রতি ওই এলাকায় ভূমিরক্ষা কমিটির সদস্যরা এসে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন বলেও অভিযোগ উঠেছে।। সদস্যদের মধ্যে ছিলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
শুক্রবার ডেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্প নিয়ে বৈঠকে বীরভূমের জেলাশাসক বিধান রায় জানান, প্রস্তাবিত কয়লা খনি এলাকায় শনিবার থেকেই চাকরির ফর্ম বিলি করা হবে। নিয়ম মেনে প্রত্যেক পরিবারের এক জন চাকরি পাবেন।