Archery

জাতীয় তিরন্দাজিতে বীরভূমের দেবাদৃতা

জানা গিয়েছে, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত অনূর্ধ্ব ১৪ বছর বয়সের ৬৫ তম জাতীয় বিদ্যালয় তিরন্দাজি প্রতিযোগিতা এ বছর অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশের চান্দৌলি শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বোলপুর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:০১
Share:

দেবাদৃতা সেন। নিজস্ব চিত্র

জাতীয় তিরন্দাজি প্রতিযোগিতায় বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করল বোলপুরের ভুবনডাঙার দেবাদৃতা সেন। দেবাদৃতা সেন্ট টেরেসা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। পড়াশোনা চালানোর সঙ্গে সঙ্গে গত ছ’বছর ধরে বোলপুরের সাই স্যাগ সেন্টারের কোচ হরিশ কুমারের কাছে নিয়মিত তিরন্দাজির প্রশিক্ষণ নিয়ে আসছে। মিলেছে সাফল্যও। এর আগে ২০১৭ সালে মণিপুরে জাতীয় স্তরে বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিল।‌ চলতি বছরের প্রথমে আবারও জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে তার কাছে। সেই মতো ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশে আয়োজিত জাতীয় তিরন্দাজি প্রতিযোগিতার উদ্দেশে বীরভূমের বোলপুর থেকে রওনা দেয় দেবাদৃতা।

Advertisement

জানা গিয়েছে, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত অনূর্ধ্ব ১৪ বছর বয়সের ৬৫ তম জাতীয় বিদ্যালয় তিরন্দাজি প্রতিযোগিতা এ বছর অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশের চান্দৌলি শহরে। সেই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করেছে দেশের প্রায় ৫০০ প্রতিযোগী। বাংলা দলের হয়ে অংশগ্রহণ করেছে ১৬ জন। ২৯ জানুয়ারি থেকে প্রতিযোগিতা চলে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় প্রতিযোগিতায় কোনও স্থান অধিকার করতে না পারলেও এমন প্রতিযোগিতায় যোগ দিতে পেরে খুশি দেবাদৃতা ও তার পরিবার। দেবাদৃতার কথায়, ‘‘আগামী দিনে জেলা তথা স্কুলের মুখ উজ্জ্বল করতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement