বড়জোড়ায় সভা সিপিএমের

গণতন্ত্র রক্ষা ও কাজের দাবিতে রবিবার সন্ধ্যায় বড়জোড়ায় ঘুটগোড়িয়া হাটতলায় সভা করল সিপিএমের বড়জোড়া লোকাল কমিটি। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্র, সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী-সহ অনেকে।

Advertisement
বড়জোড়া শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০১:৫৩
Share:

গণতন্ত্র রক্ষা ও কাজের দাবিতে রবিবার সন্ধ্যায় বড়জোড়ায় ঘুটগোড়িয়া হাটতলায় সভা করল সিপিএমের বড়জোড়া লোকাল কমিটি। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্র, সিপিএমের বাঁকুড়া জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী-সহ অনেকে। সভায় শিল্পের পক্ষে সওয়াল করে অমিয়বাবু অভিযোগ, “তৃণমূল গোড়া থেকেই রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। কলকারখানা, ঠিকাদারদের কাছে তোলাবাজি করছে। এই ঘটনার জন্য একের পর এক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে। রাজ্যে কোনও বিনিয়োগও আসছে না।’’ উল্লেখ্য, এই হাটতলাতেই কয়েক মাস আগে সভা করে গিয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। তার পর পাল্টা সভা করে তৃণমূলও। রাজনৈতিক মহলের মতে নিজেদের শক্তি জাহির করতেই এ দিন সভা করেছে সিপিএম। সুজয়বাবুর দাবি, “অন্য দুই দলের সভার ভিড়কে ছাপিয়ে গিয়েছে এ দিনের ভিড়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement