সিপিএম ছেড়ে শাসকদলে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিমলাপাল শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০১:৪৭
Share:

সিপিএমের চার পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। বুধবার সিপিএম পরিচালিত পার্শ্বলা পঞ্চায়েতের চার সদস্য স্নেহলতা সর্দার, ছবি সহিস, বেলা মাহাতো এবং বিকাশ দুলে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের ব্লক পার্টি অফিসে দলের সিমলাপাল ব্লক সভাপতি সনৎ দাস, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুরজিৎ পতি এবং জেলা পরিষদ সদস্য দিলীপ পণ্ডার উপস্থিতিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

Advertisement

এই দলবদলের ফলে ১২ আসনের পার্শ্বলা পঞ্চায়েতে তৃণমূলের আসন সংখ্যা ৩ থেকে বেড়ে হল ৭টি। সিপিএমের বর্তমান আসন সংখ্যা ৫টি। ফলে ওই পঞ্চায়েতে ক্ষমতার হাতবদল হওয়া আপাতত শুধু সময়ের অপেক্ষা। সুরজিৎবাবু বলেন, “সিপিএম পঞ্চায়েত এলাকার উন্নয়নে ব্যর্থ। তাই মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য ওই চার জন আমাদের দলে যোগ দিয়েছেন। এর ফলে এলাকায় দলের সংগঠন আরও মজবুত হবে। পঞ্চায়েতটিও খুব শীঘ্রই আমাদের দখলে আসবে।’’ দলত্যাগীদের তরফে বিকাশ দুলের বক্তব্য, “এলাকার উন্নয়নে সিপিএম এখন কাজ করছে না। তাই উন্নয়নের স্বার্থে আমরা স্বেচ্ছায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।’’ যদিও দলবদলের কোনও খবর তাঁদের কাছে নেই বলে দাবি করেছেন সিপিএমের সিমলাপাল জোনাল কমিটির সম্পাদক সুবীর পাত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement