সেই প্রচারপত্র।—নিজস্ব চিত্র
দল বিরোধী কাজের জন্য লিফলেট ছড়িয়ে হিড়বাঁধ ব্লকের একাধিক দলীয় নেতাকে বহিষ্কার করল সিপিএম। বহিষ্কৃতেরা হলেন, সিপিএমের মশিয়াড়া লোকাল কমিটির সম্পাদক জীতেন সাহানা, হিড়বাঁধ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরেশচন্দ্র মণ্ডল এবং মুশিয়াড়া লোকাল কমিটির সদস্য সোমনাথ রায় ও গৌতম মুখোপাধ্যায়। এ বিষয়ে সিপিএমের হিড়বাঁধ জোনাল কমিটির সম্পাদক শেখ ইউনুস এলাকায় লিফলেট বিলি করে প্রচার শুরু করেছেন।
ঘটনা হল, গত বছর জেলায় সিপিএমের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত সমিতি হিড়বাঁধের সভাপতি মনালি মহান্তি তৃণমূলে যোগ দেন। এর পর গত ২১ জুলাই জীতেনবাবুর নেতৃত্বে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরেশবাবু-সহ বেশ কিছু এলাকার সিপিএম কর্মী কলকাতায় গিয়ে তৃণমূলে যোগ দেন। এই ঘটনার পরেই দলের তরফে লিফলেট বিলি করে জীতেনবাবু-সহ চার জনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়। সিপিএমের জেলা সম্পাদক অজিত পতি বলেন, “হিড়বাঁধের পঞ্চায়েত সমিতির সভাপতিকে তৃণমূলে যোগদান করানোর পিছনে জীতেন-সহ অন্যদের হাত ছিল। ওঁরা দল বিরোধী কাজ করাতেই আমরা এই পদক্ষেপ করলাম।’’ জীতেনবাবুর পাল্টা দাবি, “ব্লকের সিপিএম নেতৃত্ব কয়েক বছর ধরেই নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ছিলাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’