Nanoor

জালাভর্তি তাজা বোমা উদ্ধার নানুরে, ভোটের আগে তেতে উঠছে পরিস্থিতি

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নানুর থানার অন্তর্গত জলুন্দি গ্রামে হানা দেয় পুলিশের একটি দল। সেখানে একটি মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৬:৪৯
Share:

এই বোমাই উদ্ধার হয়েছে। —নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনে এখনও কয়েক মাস বাকি। তার আগেই তেতে উঠতে শুরু করেছে বীরভূমের নানুর। রাতের অন্ধকারে হানা দিয়ে সেখানে একটা মাঠ থেকে জালাভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নানুর থানার অন্তর্গত জলুন্দি গ্রামে হানা দেয় পুলিশের একটি দল। সেখানে একটি মাঠ থেকে বোমাগুলি উদ্ধার করা হয়।

কে বা কারা বোমাগুলি মজুত করেছিল, তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বোমাগুলি নিস্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement