Sanitization

গলিঘুঁজিও জীবাণুমুক্ত করা চলছে পুরুলিয়ায়

পুরুলিয়ার পুরপ্রধান সামিমদাদ খান জানান, পুরসভার সাফাই ও স্বাস্থ্য বিভাগ এক সঙ্গে এই কাজ করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০২:৫৬
Share:

ছেটানো হচ্ছে জীবাণুনাশক। পুরুলিয়া শহরে। নিজস্ব চিত্র

ব্লিচিং ও ফিনাইলের মিশ্রণ দিয়ে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ড জীবাণুমুক্ত করা শুরু হল। পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক সুমিত বক্সী জানান, প্রতিদিন অন্তত দু’টি ওয়ার্ডে জীবাণুনাশক ছেটানো হচ্ছে।

Advertisement

পুরুলিয়ার পুরপ্রধান সামিমদাদ খান জানান, পুরসভার সাফাই ও স্বাস্থ্য বিভাগ এক সঙ্গে এই কাজ করছে। কিছু অব্যবহৃত জলের ট্যাঙ্কার ছিল। সেগুলিকে কাজে লাগানো হচ্ছে। জোগাড় করা হয়েছে ‘স্প্রে’ করার যন্ত্র। সঙ্গে কিছু ফোয়ারা থেকে মোটর খুলে আনা হয়েছে।

আগেই বড়হাট লাগোয়া রাস্তা জলকামান দিয়ে জীবাণুমুক্ত করেছে পুলিশ। দমকল আর পুরসভা মিলে ‘স্যানিটাইজ়’ করা হয়েছে শহরের মূল রাস্তা। কিন্তু বিভিন্ন পাড়ার অলিগলিও জীবাণুমুক্ত করা দরকার বলে মনে করছিল পুরসভা।

Advertisement

পুরপ্রধান জানান, সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়ার নির্দেশ দেন। সামিমদাদ বলেন, ‘‘আমরা জানিয়েছি, পুরসভা গুরুত্ব দিয়েই কাজ করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement