donation

পাশে থাকার বার্তা দিয়ে তহবিলে দান

মুরারই ১ ব্লকের কয়েকজন ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর তহবিল ও ব্লক প্রশাসনের ত্রাণ তহবিলে প্রায় ১৬ লক্ষ টাকা দান করলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ০৩:৩০
Share:

প্রতীকী চিত্র।

করোনাভাইরাসের আতঙ্কে লকডাউন চলছে গোটা দেশে। দিন আনা দিন খাওয়া মানুষদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। নিরুপায় এবং দিশাহীন হয়ে গৃহবন্দি আছেন তাঁরাও। এই গরীব মানুষদের কথা ভেবে মুরারই ১ ব্লকের কয়েকজন ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর তহবিল ও ব্লক প্রশাসনের ত্রাণ তহবিলে প্রায় ১৬ লক্ষ টাকা দান করলেন। শুক্রবার রাজগ্রামের ওই ব্যবসায়ীরা মুরারই-১ বিডিওর হাতে ওই অর্থের চেক তুলে দেন।

Advertisement

বীরভূমের তৃণমূলের জেলা সহ সভাপতি আলি মুর্তজা খান পাঁচ লক্ষ টাকা ও বীরভূম জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আসগর আলি তিন লক্ষ টাকা বিডিও অফিসের তহবিলে ও সাত লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে সাহায্য করেন। এছাড়াও অনেক ব্যবসায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আলি মুর্তজা বলেন, ‘‘সাধারণ মানুষের কথা চিন্তা করে আমি এই টাকা দিয়েছি। তাছাড়াও পাথর শিল্পাঞ্চলে আদিবাসী পরিবার ও দরিদ্র পরিবারের হাতে চাল, ডাল ও আলু তুলে দিচ্ছি। যত দিন লকডাউন চলবে তত দিন আমি সাহায্য করে যাব।’’ আর আসগর আলি বলেন, ‘‘আমি দশ লক্ষ টাকা সাহায্য করলেও প্রশাসনের কাছে আমার অনুরোধ এলাকার মানুষের জন্য করোনাভাইরাসের পরীক্ষার ব্যবস্থা যেন করা হয়। সমস্ত খরচ বহন করতে পারি তার জন্য।’’

Advertisement

বিডিও নিশীথভাস্কর পাল বলেন, ‘‘মানুষের স্বার্থে যে সব ব্যবসায়ী সাহায্য করছেন তাঁদের শংসাপত্র দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement