COVID-19

ঘুম থেকে তুলে রাতেই পরীক্ষা

এ দিনও সমস্ত বাসিন্দার কোভিড পরীক্ষা করানো হয়েছে। তবে গ্রামের কারও জ্বর বা অন্য কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন ব্লক প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বান্দোয়ান শেষ আপডেট: ০৭ মে ২০২১ ০৭:১৩
Share:

হাজির বিডিও। বান্দোয়ানের উদলবনি শবরটোলায়। নিজস্ব চিত্র।

‘জ্বরে আক্রান্ত গোটা শবরটোলা’— সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ‘পোস্ট’ চোখে পড়ায় প্রশাসনের কর্মীদের নিয়ে রাতেই এলাকায় ছুটলেন বিডিও। বাড়ি বাড়ি গিয়ে, ঘুম থেকে তুলে ‘থার্মাল গান’ দিয়ে পরীক্ষা করা হল বাসিন্দাদের। দেখা গেল, পুরোটাই গুজব। কারও জ্বর নেই। বুধবার পুরুলিয়ার বান্দোয়ানের উদলবনি শবরটোলার ঘটনা। ওই রাতে নিশ্চিত হয়ে প্রশাসনের কর্মীরা ফিরে গিয়েছিলেন। তার পরে, বৃহস্পতিবার সকালে গ্রামে মেডিক্যাল টিম যায়। এ দিনও সমস্ত বাসিন্দার কোভিড পরীক্ষা করানো হয়েছে। তবে গ্রামের কারও জ্বর বা অন্য কোনও উপসর্গ নেই বলেই জানিয়েছেন ব্লক প্রশাসন। বিডিও (বান্দোয়ান) কাসিফ সাবির বলেন, ‘‘এ ধরনের পোস্ট যারা করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য পুলিশের সঙ্গে কথা বলব।’’

Advertisement

বান্দোয়ান ব্লক সদর থেকে উদলবনির দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। রাইকা পাহাড় ঘেঁষা প্রত্যন্ত গ্রাম। সেখানে প্রায় ২৫ টি শবর পরিবারের বসবাস। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সমাজমাধ্যমে একটি ‘পোস্ট’ ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয়েছিল, উদলবনি শবরপাড়ায় সমস্ত বাসিন্দা জ্বরে আক্রান্ত। নজরে আসতেই রাত ১২টা নাগাদ এলাকায় পৌঁছন বিডিও (বান্দোয়ান) কাসিফ সাবির ও প্রশাসনের আধিকারিকেরা।

বিডিও এ দিন ফোনে বলেন, ‘‘গ্রামে গিয়ে বাড়ি-বাড়ি খোঁজ নিয়ে জানতে পারি, কারও জ্বর নেই। কারও কোনও উপসর্গও নেই।’’ তিনি জানান, নিশ্চিত হতে গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। বাসিন্দাদের মাস্ক, সাবান ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এ দিন গ্রামের বাসিন্দা কার্তিক শবর বলেন, “কারও অসুখ হয়নি। গ্রামের সবাই সুস্থই রয়েছে।”

Advertisement

বান্দোয়ান শবর ল্যাম্পস-এর সুপারভাইজ়ার তথা বান্দোয়ান পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ্য রাজীব সিং বলেন, ‘‘গ্রামে গিয়েছিলাম। সবাই সুস্থই রয়েছে। সোশ্যাল সাইটে গুজব ছড়ানো হয়েছে। এই পরিস্থিতে এমনটা হওয়া উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement