Corona Virus

করোনা সতর্কতা মন্দিরেও

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠে বিভিন্ন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ভক্তের সমাগম ঘটে

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৩:৪৫
Share:

প্রতীকী ছবি

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় তারাপীঠ মন্দির কমিটি শুক্রবার একটি সতর্কবার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল। মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় জানান, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় তারাপীঠ মন্দির এক মাস বন্ধ রাখা হবে এমন গুজব ছড়িয়ে পড়েছে। কলকাতা সহ দূরদূরান্তের নানা ভক্তরা ফোনে এ ব্যাপারে জানতেও চাইছেন মন্দির কমিটির কাছে। দর্শনার্থীরাও বিভ্রান্ত হয়ে পড়েছেন। সেই কারণে মন্দির কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মাধ্যমে গুজবে কান না দেওয়ার জন্য একটি সতর্কবার্তা তুলে ধরা হয়েছে।

Advertisement

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠে বিভিন্ন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ভক্তের সমাগম ঘটে ঠিকই। কিন্তু, করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় রাজ্য সরকারের কাছ থেকে মন্দির বন্ধ রাখার ব্যাপারে কোনও নির্দেশ আসেনি। তাই মন্দির খোলা আছে। তবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সরকারি নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে সচেতন করছি। এ ব্যাপারে সতর্ক তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement