দলবদল অব্যাহত জেলায়। শুক্রবার ঝালদা ১ পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য কামেশ্বর মাহাতো তৃণমূলে যোগ দিয়েছেন। জেলা তৃণমূল কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচনে বাঘমুণ্ডি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর মাহাতো। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ঝালদা ১ পঞ্চায়েত সমিতির দখল পায় কংগ্রেস। কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১৬, তৃণমূলের ৪ এবং বামফ্রন্টের ২। কিন্তু গত ডিসেম্বরে বাঘমুণ্ডিতে যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে পঞ্চায়েত সমিতির সভাপতি বুলু সিং মুড়া-সহ ৭ জন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। পরে আবার কংগ্রেসের ২ জন এবং ফরওয়ার্ড ব্লকের এক জন সদস্য তৃণমূলে যোগ দেন। এ দিন কামেশ্বরবাবু যোগ দেওয়ার পরে ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১৫। কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়াল ৬। শান্তিরামবাবু বলেন, ‘‘সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোটকে নিচুতলার কংগ্রেস কর্মীরা মন থেকে মেনে নিতে পারছেন না। তাই এই কেন্দ্রে কংগ্রেস জিতলেও ভোট পার হওয়ার পরে তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন।’’ কামেশ্বরবাবু বলেন, ‘‘আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এলাকায় উন্নয়ণের কাজ করতে চাই।’’