পুরুলিয়া আদালত চত্বরে হকারদের জমায়েত। নিজস্ব চিত্র।
শহরকে যানজট মুক্ত করা নিয়ে তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভার সঙ্গে সংঘাত লাগল দলেরই শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র। হকারদের পাশে দাঁড়াতে সোমবার পুরসভা চত্বরে বিক্ষোভে শামিল হলেন আইএনটিটিইউসির শহর সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায়, দলের শহর সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল প্রদীপ দাগা থেকে শহর যুব তৃণমূল সভাপতি গৌরব সিংহ।
তৃণমূলের শ্রমিক সংগঠনের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে এ ভাবে উচ্ছেদ করা যাবে না। পুরসভার পাল্টা বক্তব্য, দলীয় পতাকা (ঘাসফুল প্রতীকের) নিয়ে এ ভাবে রাস্তা আগলে রাখা কোনও সমস্যার সমাধান নয়। পুরসভারও পিছিয়ে আসার প্রশ্ন নেই।
শনিবার সন্ধ্যায় কাছারি এলাকায় ফুটপাত থেকে হকারদের সরে যেতে বলে পুরসভা। তার প্রতিবাদে এ দিন ওই বাজারের শতাধিক ব্যবসায়ী পুরসভা চত্বরে জড়ো হন। কাছারি বাজারে তাঁদের জমায়েতে প্রথমে তৃণমূলের পতাকা থাকলেও পরে ঝান্ডা ছাড়াই পুরসভায় যান হকাররা। তাঁদের দাবি, পাঁচশোর বেশি হকার সেখানে কয়েক দশক ধরে ব্যবসা করছেন। পুরসভা পুনর্বাসন না দিলে তাঁরা কোথায় সরবেন।
আইএনটিটিইউসি-র পুরুলিয়া শহর সভাপতি কাজল বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘‘আমরা বাধা দিতে আসিনি। উচ্ছেদের পরে পুরসভা সেখানে কী করবে, তা জানতে এসেছি।বাজার হবে না মল হবে, কারা দোকান পাবে জানতে এসেছি।’’ দলে আলোচনা না করে পথে কেন? কাজলের দাবি, ‘‘পুরসভা আগে আমাদের কিছুই জানায়নি। এ দিন ওই বাজারের ব্যবসায়ীরা আমাকে ডেকেছেন বলেই আমরা এসেছি।’’ তিনি জানান, ওই বাজারে বিভিন্ন দলের সমর্থক রয়েছে বলেই তাঁরা দলের ঝান্ডা সরিয়ে আন্দোলনে নেমেছেন।
পুরপ্রধান নবেন্দু মাহালি পুরভবনে হকারদের বলেন, ‘‘কাছারিতে যেখানে বাজার বসছে, ওই জমি জেলা প্রশাসনের। সেখানে আদালত-সহ একাধিক সরকারি দফতর রয়েছে। গোটা এলাকার ফুটপাত ও রাস্তার অনেকটাই বেদখল হয়ে গিয়েছে। আদালত- সহ বিভিন্ন দফতরের বাজার নিয়ে বারবার আপত্তির চিঠি পেয়েছি। ওই বাজার পুরসভা বসায়নি। ব্যবসায়ীরা দখল করে বসেছেন। তাই পুরসভার বোর্ড মিটিং করে এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরেই ওই জায়গা থেকে ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়েছে।’’ তিনি জানান, হকারদের কোনও বক্তব্য থাকলে তাঁরা যেন পুরসভাকে লিখিত ভাবে জানান।
পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা দলের শহর সভাপতি প্রদীপ দাগা বলেন, ‘‘পুরসভার শহরকে যানজট মুক্ত করার উদ্যোগে আমিও পুরপ্রতিনিধি হিসেবে শামিল। কিন্তু এ ভাবে উচ্ছেদেরও আমরা বিরোধী। হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসনের বিকল্প চিন্তাভাবনা আগে করতে হবে। এটাই আমাদের অবস্থান।’’