সংঘর্ষে উত্তপ্ত মিত্রপুর

এলাকার একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুরারই থানার মিত্রপুর পঞ্চায়েতের বরষাপুকুর মোড় এলাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুরারই শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০০:১১
Share:

এলাকার একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুরারই থানার মিত্রপুর পঞ্চায়েতের বরষাপুকুর মোড় এলাকা।

Advertisement

তৃণমূলের দলীয় সূত্রে পাওয়া খবর, বেশ কিছু দিন থেকে মিত্রপুর পঞ্চায়েতের দুই তৃণমূল নেতা (দু’জনেই সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন) বাবুল আকতার ও বাসুরুল জামান মোল্লা ওরফে বরজাহান এই দু’জনের মধ্যে কোন্দল চলছিল। মিত্রপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা লক্ষ্মীডাঙা এলাকার বাসিন্দা বরজাহান বলেন, ‘‘বাবুল আকতার ওরফে আপেল চাইছে মিত্রপুর পঞ্চায়েত ওর নেতৃত্ব চলবে সেই জন্য এলাকার একটি বৈধ বাড়ি নির্মাণ বন্ধ করে দিতে চাইছে।’’ অন্য দিকে মিত্রপুর পঞ্চায়েতের সদস্য নয়াগ্রামের বাসিন্দা আপেল বলেন, ‘‘বকুল এলাকায় জোর করে জায়গা দখল করে লক্ষ্মীডাঙা গ্রামে ওর অনুগামী একজনকে বাড়ি নির্মাণে মদত দিচ্ছে। এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।’’

স্থানীয় সূত্রে জানা যায়, নয়াগ্রামের ক্যানেল পাড়ে বরজাহান গোষ্ঠীর একজনের একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে গোণ্ডগোল বাধে। দিন চারেক আগে মুরারই – রঘুনাথগঞ্জ রাস্তার উপর বরষাপুকুর মোড়ে পথ অবরোধ করেন নয়াগ্রামের বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। প্রকাশ্য রাস্তার উপর বোমাবাজিতে এলাকায় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এলাকায় পাইকর ফাঁড়ির পুলিশ, মুরারই থানার ওসি, মুরারই সার্কেল ইন্সপেক্টর পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এখনও পর্যন্ত ঘটনায় কোনও পক্ষ অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ জানায়। কেউ গ্রেফতার বা আটক হয়নি।

Advertisement

তৃণমূলের মুরারই ২ ব্লক সভাপতি আবু বাক্কার বলেন, ‘‘ঘর নির্মাণের ক্ষেত্রে আইন মাফিক যা হওয়ার হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement