মার সিভিক ভলান্টিয়ারকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুবরাজপুর শেষ আপডেট: ১৬ জুন ২০১৭ ১৮:০০
Share:

জখম: হাসপাতালে জখম প্রসেনজিৎ ঘোষ। নিজস্ব চিত্র

এ বার পুলিশকে পিটিয়ে অভিযুক্তকে নিয়ে চম্পট দিল অভিযুক্তের সঙ্গীরা। জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দুবরাজপুরের বুদপুর গ্রামে। আহত সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ ঘোষকে সিউড়ি সদর হাসপতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুবরাজপুরের যশপুর পঞ্চায়েতের বুদপুরের বাসিন্দা শেখ সানারুলের নামে থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেন তাঁর স্ত্রী। পুলিশের দাবি, অভিযুক্ত মাদক কারবারেও যুক্ত। বধূ নির্যাতনের অভিযোগ মিলতেই বুধবার সন্ধ্যায় অভিযুক্তকে ধরতে গ্রামে যায় পুলিশ। ছিলেন ওই সিভিক ভলান্টিয়ারও। অভিযুক্তকে ধরে গাড়িতে তোলার সময় সানারুলের পড়শি ও সঙ্গীরা পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্তকে ছাড়াতে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ড-যুদ্ধ বাঁধিয়ে দেয় তারা। শেষমেষ অভিযুক্তকে ছাড়িয়েও নেয়।

ওই গোলমালের সময়ে বেধড়ক মার খান প্রসেনজিৎ নামে ওই সিভিক ভলান্টিয়ার। তাঁর ডান দিকের গালে কালসিটে পড়ে গিয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রসেনজিতের অবস্থা স্থিতিশীল। জেলা পুলিশের এক কর্তা বলছেন, ‘‘আচমকা আক্রমণের মুখে অভিযুক্ত পালায়। এই ঘটনার সঙ্গে যুক্ত এমন বেশ কয়েক জনের বিরুদ্ধে স্বতোঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। তাদের খোঁজ চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement