প্লাস্টিক নিয়ে সচেতনতায় নাগরিক মঞ্চ

রবিবার সাপ্তাহিক ছুটির বৃষ্টিভেজা সকালে মঞ্চের সদস্যেরা সচেতনতা প্রচারে রাস্তায় নামেন। তাঁদের সঙ্গে ছিলেন পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ ও নিস্তারিণী মহিলা কলেজের জাতীয় সেবা প্রকল্পের পড়ুয়ারাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ০০:৪৯
Share:

পথে: পুরুলিয়া শহরে কলেজ ছাত্রীদের মিছিল। নিজস্ব চিত্র

প্লাস্টিক দূষণের বিরুদ্ধে পুরবাসীকে সচেতন করতে পথে নামল পুরুলিয়া নাগরিক মঞ্চ।

Advertisement

রবিবার সাপ্তাহিক ছুটির বৃষ্টিভেজা সকালে মঞ্চের সদস্যেরা সচেতনতা প্রচারে রাস্তায় নামেন। তাঁদের সঙ্গে ছিলেন পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ ও নিস্তারিণী মহিলা কলেজের জাতীয় সেবা প্রকল্পের পড়ুয়ারাও। সকালে জুবিলি ময়দান থেকে সচেতনতার মিছিল শহরের চকবাজার কালী মন্দির, কোর্ট মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সঙ্গে ছিলেন পুরসভার সাফাই বিভাগের কিছু কর্মীও। কয়েকটি জায়গায় পথসভা করা হয়।

মঞ্চের তরফে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে বলেন, ‘‘প্লাস্টিক এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত প্লাস্টিক নানা ভাবে আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। তবু প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা ছাড়া কোনও উপায় নেই। কারণ প্লাস্টিক দূষণের বাড়বাড়ন্তে দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছে।’’

Advertisement

তিনি দাবি করেন, বিশ্বে প্রতিদিন ৫০০ বিলিয়ন প্লাস্টিক তৈরি হচ্ছে। তার ৩৩ শতাংশ ব্যবহারের পরে ছুড়ে ফেলা হচ্ছে। প্লাস্টিক কখনই মাটির সঙ্গে মেশে না। এতে মাটি উর্বরতা হারাচ্ছে। সর্বোপরি বাস্তুতন্ত্র প্রশ্নের মুখে পড়েছে। সেই কারণেই সচেতনতার প্রয়েোজন। তিনি বলেন, ‘‘বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে এখন রাস্তাঘাট তৈরি হচ্ছে। তরল জ্বালনি তৈরি হচ্ছে। তাই প্লাস্টিকের পুনর্ব্যবহার করাটা জরুরি।’’

নিস্তারিণী কলেজের অধ্যাপক প্রবীর সরকার ও পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী পার্থসারথি রায় বক্তব্য রাখেন। পদযাত্রায় শহরের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন যোগ দেন। নাগরিক মঞ্চের যুগ্ম আহ্বায়ক ঋতুরাজ দে ও বৈদ্যনাথ মণ্ডল বলেন, ‘‘এ দিন প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা প্রচার ছাড়া সাফাই অভিযানেও যোগ দিয়েছেন পুরসভার সাফাই কর্মীরা ও দু’টি কলেজের জাতীয় সেবা প্রকল্পের পড়ুয়ারা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement