Shantiniketan

গাড়িতে আগুন, রক্ষা পর্যটকদের

কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছন শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীরা।

Advertisement
শান্তিনিকেতন শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ০৯:৫৭
Share:

গাড়ির আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা। নিজস্ব চিত্র

চলন্ত গাড়িতে আগুন লাগল। অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকেরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বোলপুর থেকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তায়, রতনকুঠি অতিথি নিবাসের কাছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে নিজেদের গাড়ি করে শান্তিনিকেতনে বেড়াতে এসেছিল দুটি পরিবার। এ দিন কঙ্কালীতলা থেকে পুজো দিয়ে ফেরার পথে রতনকুঠি অতিথি নিবাসের সামনে হঠাৎই গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। বিপদ বুঝে তড়িঘড়ি নেমে যান গাড়ির যাত্রীরা। এর কিছুক্ষণের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছন শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীরা। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই এই ঘটনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement