শান্তিনিকেতনে হস্টেলে হইচই, থামাতে বচসা

বিশ্বভারতীর হস্টেল থেকে গভীর রাত পর্যন্ত প্রায়ই হট্টগোল শোনা যেত। তাতে এলাকার শান্তি বিঘ্নিত হওয়ায় বার বার হইচই থামানোর জন্য বলা হয়েছিল। আর্জি জানিয়েছিলেন, পাড়ার বাসিন্দাদের একাংশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০১:২৯
Share:

বিশ্বভারতীর হস্টেল থেকে গভীর রাত পর্যন্ত প্রায়ই হট্টগোল শোনা যেত। তাতে এলাকার শান্তি বিঘ্নিত হওয়ায় বার বার হইচই থামানোর জন্য বলা হয়েছিল। আর্জি জানিয়েছিলেন, পাড়ার বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, তাতে সুফল মেলেনি। কোনও সুরাহা হয়নি। উল্টে প্রতিবেশীকে মারধর করার হুমকি দিয়েছিল ছাত্রছাত্রীদের একাংশ। তাই এ বার বিহিত করতে মাঠে নামল গোটা পাড়া। ঘটনাটি শান্তিনিকেতনের রতনপল্লি এলাকায় ঘটেছে বুধবার রাতে। অবিলম্বে পুলিশ হস্তক্ষেপ করে, প্রয়োজনীয় ব্যবস্থার আর্জি জানান তাঁরা। খবর পেয়ে স্থানীয় শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হয়নি। পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয়, তার জন্য দুই পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ফি দিনের মতো বুধবার গভীর রাত পর্যন্ত ওই এলাকার এক শিক্ষকের বাড়িতে পড়ুয়ারা দাপাদাপি করেন।

এমনকী প্রতিবেশীর বাড়ি থেকে অভিযোগ জানালেও তাতে কান দেননি তাঁরা। উল্টে মারধরের হুমকি দিয়েছেন। ঘটনার কথা পাড়া প্রতিবেশীদের জানানোয় স্থানীয়রা জড়ো হন। পাড়ার বাসিন্দাদের সঙ্গে বচসা হয় বিশ্বভারতীর কলাভবনের ওই শিক্ষক এবং তার ছাত্রছাত্রীদের একাংশের। খবর যায় শান্তিনিকেতন থানায়। রাত দুটো নাগাদ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার শান্তি যাতে বিঘ্নিত না হয় তার জন্য, উভয় পক্ষকে সতর্ক করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement