ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।
কেইআইআইপি-র কাজ সময়ে শেষ না হওয়ায় সমস্যা বেড়েই চলেছে। শহরের সংযুক্ত এলাকায় জল সরবরাহ, নিকাশি সংস্কারের কাজ তাদের অধীনে। তাই সোমবার পুরভবনে কেইআইআইপি-র আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পুরপ্রতিনিধিরাও। সময়ে কাজ শেষ না করা নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। পরে তিনি বলেন, ‘‘এ বার থেকে কেইআইআইপি-র যাবতীয় কাজের তদারকি করবে কলকাতা পুরসভা। কেইআইআইপি প্রকল্পে যে কোনও কাজ করার আগে পুরসভার সঙ্গে বৈঠকে বসতে হবে। পুর সিভিল দফতরের উপদেষ্টা পি কে দুয়াকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।’’
ফিরহাদ জানান, বছরখানেক আগে কুঁদঘাটে কেইআইআইপি-র গাফিলতিতে এক জনের মৃত্যু হয়েছিল। টালিগঞ্জে নিকাশি ও পানীয় জলের কাজ ২০১৯ সালে শেষ করার কথা ছিল একটি সংস্থার। সেই কাজ শেষ হয়নি পাঁচ বছরেও। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র।