Purulia

পুরুলিয়া জেলা জুড়ে শুরু বিজেপি-র ‘ঘরে ঘরে সম্পর্ক’ অভিযান

বিজেপি-র অবিযোগ, করোনা এবং আমপানের বিপর্যয় সামলাতে রাজ্য সরকার ব্যর্থ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২২:৫২
Share:

নিজস্ব চিত্র।

রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে এ বার বাড়ি বাড়ি গিয়ে কথা বলবে বিজেপি। কর্মসূচির নাম ‘ঘরে ঘরে সম্পর্ক’ অভিযান।

Advertisement

বিজেপি-র অবিযোগ, করোনা এবং আমপানের বিপর্যয় সামলাতে রাজ্য সরকার ব্যর্থ। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগসুবিধা বাংলায় কার্যকরী না করার অভিযোগএ ‘আর নয় অন্যায়’ প্রচারের অঙ্গ এই গৃহ সম্পর্ক অভিযান। চার পাতার ছাপানো প্রচারপত্র নিয়ে শনিবার থেকেই বিজেপিকর্মীরা বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে।

জেলা জুড়ে একসঙ্গে এই অভিযান শুরু হয়। গ্রাম থেকে শহর— বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের সঙ্গে কথা বলছেন জেলা পরিষদের সদস্য থেকে এলাকার সংসদ। সঙ্গে রয়েছেন অন্য নেতা-নেত্রীরাও।

Advertisement

শনিবার রঘুনাথপুর বিধানসভার সাঁতুড়ি থানার বড়ন্তি গ্রামে সন্ধ্যা নাগাদ অভিযান শুরু করেন বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার। জয়পুর বিধানসভার আর্শাতে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য বিষ্ণুপ্রিয়া মাহাতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement