ফাইল চিত্র।
করোনায় আক্রান্ত হয়েছেন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি নেতা সুভাষ সরকার। বৃহস্পতিবার দুপুরে টুইটে এ কথা জানান তিনি। টুইট-বার্তায় তাঁর সংস্পর্শে আসা মানুষজনকেও সতর্ক করেছেন সাংসদ।
এ দিন অবশ্য ফোনে সুভাষবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কর্মসূচিতে যোগ দিতে যান তিনি। দিন তিনেক আগে সেখান থেকে ফিরেছেন। তার পরে জ্বর আসে তাঁর। যে কারণে বাঁকুড়ায় কোনও কর্মসূচিতেও তিনি যোগ দেননি বলে দাবি সুভাষবাবুর ঘনিষ্ঠদের। করোনা পরীক্ষা করানোর পরে এ দিন রিপোর্ট মিলেছে।
বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “কলকাতা থেকে ফেরার পরে, সুভাষদা দলীয় কর্মসূচিতে যোগ দেননি। দলের কর্মীদের সঙ্গেও তাঁর দেখা হয়নি বলেই জানি। তবে আমরা খবর নিচ্ছি। কেউ তাঁর সংস্পর্শে এসে থাকলে বা দলের কোনও কর্মীর মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে পরীক্ষার ব্যবস্থা করা হবে।” বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন বলেন, “সাংসদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানা নেই। তিনি কোথায় পরীক্ষা করেছেন, তা-ও জানি না।”