Dilip Ghosh

Dilip Ghosh: তৃণমূল নেতাদের পিছনে পেট্রল দিয়ে মজা দেখুন! আলুর দাম নিয়ে নিদান দিয়ে নয়া বিতর্কে দিলীপ

দিলীপ রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, ‘‘তোমাদের কোনও যোগ্যতা নেই। আলু, ঢেঁড়স, ঝিঙের দাম কমাতে পারছ না। আর পেট্রল তো অনেক দূর।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বাঁকুড়া শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৪:২৪
Share:

বাঁকুড়ায় দিলীপ ঘোষ। —নিজস্ব চিত্র।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আবারও বেলাগাম। বুধবার বাঁকুড়ায় ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করেন দিলীপ। তার পর শহরের মাচানতলায় আকাশ মুক্তমঞ্চে ভাষণ দিতে গিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধোনা করে কর্মীদের জন্য অদ্ভুত নিদান দিলেন তিনি। তাঁর দাবি, পেট্রলের দাম বাড়লে তেমন কিছু সমস্যা হয় না। কারণ, মানুষ তো পেট্রল খায় না। কিন্তু মানুষ যে আলু খায় তার দাম এখন আকাশছোঁয়া। তাই তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রল’ দিয়ে ‘মজা’ দেখতে বললেন ওই বিজেপি নেতা।

Advertisement

দিলীপের কথায়, ‘‘আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা। এখন সেই আলুর দাম এসে দাঁড়িয়েছে, কিলো প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা। আলু তো আর রাশিয়া বা ইউক্রেন থেকে আসে না!’’ তাঁর কটাক্ষ, ‘‘আলুর দাম যেখানে একশো শতাংশ বেড়েছে, সেখানে ৯০ টাকার পেট্রল মাত্র ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা।’’ এর পর দিলীপের যুক্তি, ‘‘পেট্রল তো কেউ খায়না। আলু সবাই খায়। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম। এখন তৃণমূলের নেতাদের ধরে তাঁদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন। কেমন দৌড় দেবে দেখুন। তার পর তাদের জিজ্ঞাসা করুন, ‘কেমন মজা?’’

এখানেই থামেননি দিলীপ। রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, ‘‘তোমাদের কোনও যোগ্যতা নেই। আলু, ঢেঁড়স, ঝিঙের দাম কমাতে পারছ না। আর পেট্রল তো অনেক দূর।’’

Advertisement

দিলীপের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত দফতরের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল সাঁতরা বলেন, ‘‘বিজেপি নেতাদের এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। একের পর এক ভোটের ফলাফল সে কথাই বলে। এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ করা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement