চৈত্র সংক্রান্তির দিন সিউড়ির বেণীমাধব মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। — ফাইল চিত্র।
সব ঠিক থাকলে আগামীকাল, শুক্রবার চৈত্র সংক্রান্তির দিন সিউড়ির বেণীমাধব মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। শাহের সম্ভাব্য সফরসূচিকে ঘিরে জুড়ে সাজ সাজ রব। বুধবার দেখা গেল দলীয় পাতাকা, কাটআউট, পোস্টারে ছয়লাপ জেলা সদর। সভামঞ্চ প্রস্তুত হচ্ছে। সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে কড়া রোদের মধ্যে দৌড় ঝাঁপ করছেন রাজ্য ও জেলা স্তরের নেতারা।
প্রথমে জানুয়ারিতে পরে ফেব্রুয়ারিতে, অনুব্রতহীন বীরভূমে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু নানা কারণে সেই সূচি বাতিল করতে হয়। তবে গেরুয়া শিবিরের দাবি, এ যাত্রায় সিউড়িতে আসছেনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তা নিয়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। দলের নেতাদের দাবি, পঞ্চায়েত নয় লক্ষ্য লোকসভা নির্বাচন। বিজেপির এক রাজ্য স্তরের নেতা বলছেন, ‘‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে শক্তি আরও বাড়ানোই লক্ষ্য। গত লোকসভা নির্বাচনে হেরে যাওয়া ১৪৪টি আসনকে পাখির চোখ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বীরভূম লোকসভা আসনটিও। প্রতিটিতে হেভিওয়েটরা সভা করবেন। অমিত শাহ বীরভূম দিয়ে তার সূচনা করবেন।’’
তবে জেলা বিজেপির তরফে প্রকাশ্যে লোকসভাকে সামনে রাখা হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহের বীরভূম সফরের গুরুত্ব আলাদা। কারণ এই জেলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের বিশেষ নজরে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিহাড় জেলে বন্দি। অনুব্রত ঘনিষ্ঠরা প্রায়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পাচ্ছেন। দলের ন’জনের কোর কমিটি তৈরি হলেও সমন্বয়ের অভাব সামনে আসছে বারবার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলার সংগঠন দেখার কথা বলছেন। এই সামগ্রিক পরিস্থিতিতে কী বার্তা দেন শাহ সেটা অবশ্যই নজরে।
অনুব্রত গ্রেফতার হওয়ার পরে শাহের সফরের মাধ্যমে দলীয় সংগঠন মজবুত করার দিকে ঝুঁকেছে জেলা বিজেপিও। অমিতাভ চক্রবর্তীরা জেলায় আছেন। শুক্রবার সিউড়িতে দলীয় কার্যালয় উদ্বোধন করার এবং দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহের। সিউড়ির তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর কটাক্ষ, ‘‘শুধু ভাষণ দিলে হবে না, রেশন দিতে হবে। কী দিয়েছেন? আগেও ওঁরা (মোদী, শাহ) এসেছেন। তাতে ভোট পাওয়া যায় না। জেলায় ৫০% বুথে তো সংগঠনই নেই।’’
শুক্রবার কপ্টারে সিউড়িতে শাহ নামবেন ১টা নাগাদ। অম্বেডকর জয়ন্তী উপলক্ষে সিউড়ির জেলা তথ্য সংস্কৃতি দফতরে এসে সিধো কানহুর মূর্তি এবং বি আর অম্বেডকরের মূর্তিতে মাল্যদান করবেন। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সফল করতে সব করা হচ্ছে।’’