এবিভিপিকে ‘বাধা’ জেলা পুলিশের

ছাত্র সংগঠনের সহ সম্পাদক মেঘনাদ দাস বলছেন, ‘‘মোটরবাইক মিছিলের জন্য পুলিশ, প্রশাসনের কাছে আগাম অনুমতি চাওয়া হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০২:১৩
Share:

বিক্ষোভ: সিউড়ির বেণীমাধব মোড়ে অবরোধ এবিভিপি-র। নিজস্ব চিত্র

বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সিউড়ি শহরে মোটরবাইক মিছিলের পরিকল্পনা করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। জেলা পুলিশের বাধায় তা আটকে যাওয়ায় শুক্রবার সকালে উত্তেজনার সৃষ্টি হল। সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, প্রায় ১৫০ ছাত্র প্রতিনিধি এ ভাবেই বিবেকানন্দের জন্মদিন পালনের কথা ভেবেছিলেন। আগের বারও তাঁরা এ ভাবেই পালন করেছিলেন বিবেক-জয়ন্তী। ঠিক হয়েছিল, সিউড়ি বড়বাগান থেকে এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করবে। শুক্রবার সকালে অবশ্য ডেপুটি পুলিশ সুপার (ডিঅ্যান্ডটি) ও সিউড়ি থানার আইসি এসে মোটরবাইক মিছিল রুখে দেন। এই নিয়েই উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে বেণিমাধব মোড়ে মিনিট পরেনো রাস্তা অবরোধ করেন ছাত্র সংগঠনের সদস্যরা।

Advertisement

ছাত্র সংগঠনের সহ সম্পাদক মেঘনাদ দাস বলছেন, ‘‘মোটরবাইক মিছিলের জন্য পুলিশ, প্রশাসনের কাছে আগাম অনুমতি চাওয়া হয়েছিল। মৌখিক অনুমতি দিয়েও বৃহস্পতিবার রাতে সেই অনুমতি বাতিল করে প্রশাসন। এতটা প্রস্তুতি নেওয়ার পরে সেই নির্দেশ মানা সম্ভব হয়নি।’’ কিন্তু, স্বামী বিবেকানন্দের জন্মদিনের মতো ঘোষিত কর্মসূচি পালনেও বাধা কেন? সদুত্তর না দিয়ে পুলিশের দাবি, অনুমতি না থাকাতেই ওই মিছিল আটকানো হয়েছে।

এতে শাসকদলের ইন্ধনই দেখছেন বিদ্যার্থী পরিষদের সদস্যেরা। সংগঠনের সদস্যদের কথায়, ‘‘সবক্ষেত্রেই যেন বিজেপির ভূত দেখছে রাজ্য সরকার। প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আগামী দিনে প্রতিবাদ মিছিল করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement