জেলায় সেরা দুই স্কুল

আপার প্রাইমারি স্তরে জেলার সেরা স্কুলের শিরোপা পাচ্ছে বোলপুর হাইস্কুল। জেলার সেরা প্রাইমারি বিদ্যালয় নির্বাচিত হয়েছে দুবরাজপুরের কোটা প্রাথমিক স্কুল। সোমবার শিক্ষক দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার নজরুল মঞ্চে ওই পুরস্কার তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০১:০৭
Share:

আপার প্রাইমারি স্তরে জেলার সেরা স্কুলের শিরোপা পাচ্ছে বোলপুর হাইস্কুল। জেলার সেরা প্রাইমারি বিদ্যালয় নির্বাচিত হয়েছে দুবরাজপুরের কোটা প্রাথমিক স্কুল। সোমবার শিক্ষক দিবসে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার নজরুল মঞ্চে ওই পুরস্কার তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে। শনিবার সেই খবর পৌঁছতেই স্কুলে আনন্দে মেতে ওঠে পড়ুয়ারা। উচ্ছ্বসিত শিক্ষকেরাও। বোলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু বলেন, “জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) চিঠি পেয়েছি। আপার প্রাইমারি স্তরে বোলপুর হাইস্কুল জেলায় সেরা বিবেচিত হয়েছে। শিক্ষক দিবসে নজরুল মঞ্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওই চিঠিতে বলা হয়েছে। সেখানেই এই পুরস্কার দেওয়া হবে।” ২০১১ সাল থেকে রাজ্যে প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরে প্রত্যেক জেলার সেরা স্কুলকে পুরস্কৃত করা হয়। গত শিক্ষাবর্ষে দুবরাজপুরের কোটা প্রাথমিক স্কুলকে সেরা প্রাইমারি বিদ্যালয় এবং বোলপুর হাইস্কুলকে জেলার সেরা আপার প্রাইমারি স্কুল রূপে নির্বাচিত করা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এবং জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) যথাক্রমে কোটা প্রাথমিক বিদ্যালয় এবং বোলপুর হাইস্কুলকে চিঠি দিয়ে জানিয়েছেন। জানা গিয়েছে, সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক ও প্রাথমিক), সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের নিয়ে একটি কমিটি গঠিত হয়। ওই কমিটিই স্কুলগুলির সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখে সেরা নির্বাচিত করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement