মদের বিরুদ্ধে রাস্তায় মহিলারা পুরুলিয়া মফসসল থানার চিড়কা গ্রামে। নিজস্ব চিত্র।
বাঁশ হাতে সাইকেলে মাইক বেঁধে এলাকায় মদ ও গাঁজা বিক্রি বন্ধের দাবিতে পথে নামলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বুধবার পুরুলিয়া ১ ব্লকের চিড়কা গ্রামে মিছিল হয়। অনেকের হাতে ছিল পোস্টার। তাতে লেখা ছিল— ‘মদ-গাঁজা বন্ধ করো’। মানবাজার ২ ব্লকের ফুলবেড়িয়া গ্রামের টোলা নিমডি গ্রামের মহিলারাও মদ, হাঁড়িয়া বিক্রি বন্ধে জরিমানা করার কথা গ্রাম পোস্টার দিয়ে জানিয়েছেন।
চিড়কা গ্রামে এ দিন মাইকে ঘোষণা করে মহিলারা গ্রামবাসীকে বার্তা দেন, কোনও ভাবেই মদ ও গাঁজা বিক্রি করা চলবে না। শুধু তাই নয়, তাস খেলা বন্ধের দাবিতেও স্লোগান দেওয়া হয়। তাঁরা জানান, গাড়াফুসড় পঞ্চায়েতের রানীবাঁধ, কাটাবেড়া, গাড়াফুসড়, পটমপুটরা প্রভৃতি গ্রামে মদ বিক্রির বিরুদ্ধে তাঁরা রাস্তায় নেমেছেন। এ দিন চিড়কা গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হল।
গাড়াফুসড় গ্রামের সুনীতা মাহাতো বলেন, ‘‘গ্রামে গ্রামে মদ বিক্রির ফলে নিত্যদিন পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। কোনও কোনও বাড়িতে মেয়েদের উপরে মারধরও করা হচ্ছে।’’
ইতিপূর্বেও গাড়াফুসড় পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে মদ বিক্রি রুখতে পথে নেমেছিলেন মহিলারা। এরপরে পুলিশও অভিযান চালায়। বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতারও হন কয়েকজন। চিড়কা গ্রামের বাসিন্দা চম্পা মাহাতো বলেন, ‘‘গ্রামে অবাধে মদ ও তাড়ি বিক্রি চলছেই। যার ফলে প্রায় দিনই পুরুষদের একাংশ অপ্রকৃতস্থ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করছেন।’’ মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো। তিনি বলেন, ‘‘স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের এই লড়াইয়ে আমরাও পাশে আছি।’’
গ্রামে মদ, হাঁড়িয়া বিক্রি বন্ধের দাবিতে আগেই সরব হয়েছিলেন মানবাজার ২ ব্লকের ফুলবেড়িয়া গ্রামের টোলা নিমডি গ্রামের মহিলারা। তাতে অনেকেই নেশা থেকে দূরে সরেছিলেন। ছন্দে ফিরেছিল সংসার। কিন্তু ইদানীং ফের অনেকে নেশার দিকে আসক্ত হওয়ায় কঠোর হয়েছেন এলাকার মহিলারা। এ বার গ্রামে মদ ও হাঁড়িয়া বিক্রি করলে ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে পোস্টার দিলেন তাঁরা। এমনকি বাইরে থেকে মদ খেয়ে এসে গ্রামে অশান্তি পাকালেও শাস্তির মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছেন তাঁরা। স্বনির্ভর দলের সভাপতি চন্দনা মান্ডি, দলের সদস্য আরতি টুডু, সনকা সরেন বলেন, ‘‘মাদকাসক্ত পুরুষদের সংখ্যা এক সময়ে বাড়ছিল। কমবয়েসিরাও নেশায় আসক্ত হচ্ছিল। প্রতিটি পরিবারে মারধর, অশান্তি লেগেছিল। তখন জরিমানা করার কথা মৌখিক ভাবে জানিয়ে, পোস্টার দিয়ে সতর্ক করায় কাজ দিয়েছিল। বর্তমানে আবার নেশা করার ঘটনা বাড়ছে। তাই গ্রামের মানুষজনকে সচেতন করতে পোস্টার দেওয়া হয়েছে।’’ গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ হেমব্রম জানান, এই উদ্যোগে গ্রামের ষোলোআনাও পাশে রয়েছে। মদ ও মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রঙ্গলাল কুমার বলেন, ‘‘মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হবে।’’ বোরো থানার পুলিশ জানিয়েছে, চোলাইয়ের বিরুদ্ধে প্রতিদিন তাদের অভিযান চলছে।