জনসচেতনতার প্রচার দুর্গা মণ্ডপ থেকে মহরমে

দুর্গাপুজোর মণ্ডপের পরে এ বার মহরমের তাজিয়া নিয়ে শোভাযাত্রায় জনসচেতনতামূলক প্রচার। এলাকার পুজো কমিটিগুলোর মতো জনসচেতনতামূলক প্রচার ও প্রসার কর্মসূচিতে পিছিয়ে নেই মহরম কমিটিগুলিও। আর তাই মহরম উপলক্ষে, বুধবার সন্ধেয় জেলার বিভিন্ন জায়গায় তাজিয়া নিয়ে শোভাযাত্রায় দেখা গেল জনসেচেতনতামূলক ওই কর্মসূচি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০০:৪৪
Share:

প্রচারে রয়েছে পুলিশও।— নিজস্ব চিত্র

দুর্গাপুজোর মণ্ডপের পরে এ বার মহরমের তাজিয়া নিয়ে শোভাযাত্রায় জনসচেতনতামূলক প্রচার।

Advertisement

এলাকার পুজো কমিটিগুলোর মতো জনসচেতনতামূলক প্রচার ও প্রসার কর্মসূচিতে পিছিয়ে নেই মহরম কমিটিগুলিও। আর তাই মহরম উপলক্ষে, বুধবার সন্ধেয় জেলার বিভিন্ন জায়গায় তাজিয়া নিয়ে শোভাযাত্রায় দেখা গেল জনসেচেতনতামূলক ওই কর্মসূচি। শহর, মফফস্‌ল ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামের ওই অনুষ্ঠানেও হাজির ‘নির্মল বাংলা’ থেকে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর প্রচার কর্মসূচি। এমন প্রচার ও প্রসার কর্মসূচি কার্যত আন্দোলনের রূপ নিচ্ছে দেখে, স্বাভাবিক ভাবেই খুশি পুলিশ-প্রশাসন সহ রাজ্যের সংশ্লিষ্ট মহল। রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী জানান, শুধু প্রশাসনিক স্তরেই রাজ্য সরকারের উদ্যোগ সীমিত রাখা নয়। সার্বিক ভাবে এমন জনসচেতনতামূলক কর্মসূচি সর্বস্তরে ছড়িয়ে দিতে, আমরা চেয়েছি। বিভিন্ন সামাজিক উৎসব, অনুষ্ঠানে এমন কর্মসূচির প্রচার ও প্রসার দেখে ভাল লাগছে।

দুর্গাপুজোর মণ্ডপে সাবেক প্রতিমার পুজো হোক কিংবা থিমের পুজো— এ বার বিভিন্ন মণ্ডপ কার্যত ছেয়ে গিয়েছিল, ‘নির্মল বাংলা’, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ মতো নানা জনসচেতনতামূলক কর্মসূচির প্রচার এবং প্রসারে। এমন কর্মসূচিকে জন আন্দোলনের রূপ দিতে, কোথাও কোথাও জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ ভাবে সচেষ্ট ছিল সংশ্লিষ্ট মহল। রাজ্যে পুজো আর মহরম— এই দুই উৎসবই পিঠোপিঠি সময়ে। পুজোর উদ্যোক্তারা ও মহরম কমিটিগুলি এ বার এই দুই উৎসবকে সামনে রেখেই জনসচেতনতার পাঠ দিতে মাঠে নামে।

Advertisement

উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে প্রশাসন গড়েছে বোলপুর সমন্বয় কমিটি। বোলপুর পুরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ ওমরকে আহ্বায়ক করে ১১ সদস্যের ওই কমিটি গড়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা, সম্প্রীতি, দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব মণ্ডপ ও অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে পুজো ও মহরমের জন্য প্রশাসনের বিভিন্ন মহল থেকে বিশেষ ভাবে ধার্য হয়েছে নানা পুরস্কারও।

বুধবার সন্ধেয় ভুবনডাঙা মহরম কমিটির পক্ষ থেকে তাজিয়া সহকারে শোভাযাত্রা বের হয়। শহর ঘুরে ওই সুদৃশ্য শোভাযাত্রা। তাতেই ছিল এমন সচেতনতার পাঠ। কোথাও রয়েছে শহরকে দূষণমুক্ত করার ডাক। তো কোথাও নির্মল শহর গড়া’র ডাক। আবার কোথাও ‘হেলমেট পরে বাইক চালানো’র আর্জি। নীল বোর্ডের ওপর সাদা লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, ট্রাফিক নিয়ম মেনে চলা’র কথা। আবার ‘সাবধানে গাড়ি চালাও, জীবন বাঁচাও’-এর আবেদন।

এমন আয়োজন কেন?

ভুবনডাঙা মহরম কমিটির সভাপতি মহম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “মহরমের তাজিয়া সহকারে শোভাযাত্রায় এমন জনসচেতনতামূলক প্রচার কর্মসূচির উদ্যোগ এই প্রথম। স্বতঃস্ফূর্ত ভাবেই আমরা এটা করেছি। যাতে সার্বিক স্তরে সচেতনতার বার্তা পৌঁছানো যায়।”

একই ভাবে শহরের একাধিক এলাকার পাশাপাশি প্রত্যন্ত গ্রামেও হাজির এমন কর্মসূচি। ঘিদহ মধ্যমপাড়ার ইমামবাড়া মহরম কমিটির সভাপতি শেখ শমশীর আলম জানান, শহর মফ্ফসল সব জায়গাতেই চলছে সচেতনতার পাঠ। গ্রামই বা পিছিয়ে থাকবে কেন, এমন কর্মসূচি থেকে? তাই মহরমের তাজিয়া সহকারে শোকমিছিলেও আমরা সচেতনতা প্রচার করেছি। অন্যদিকে জেলার অন্য জায়গার মতো পিছিয়ে নেই লাভপুরও। নির্মল বীরভূম গড়ার জন্য লাভপুরে শপথ নিলেন মহরমের শতাধিক পদযাত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement