Anubrata Mondal

Anubrata Mandal: পুরভোটেও খেলা হবে, হকি খেলা, বললেন অনুব্রত

বীরভূমের পাঁচটি পুরসভা ও পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রার্থীদের নাম ঘোষণা করলেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৪
Share:

—ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে বিধানসভার মতো খেলা হয়েছে। জেলার ভোটে হকি খেলতে চাই, শনিবার বোলপুরের তৃণমূল কার্যালয়ে প্রার্থী ঘোষণার পর এমনই মন্তব্য করলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় প্রার্থিতালিকা নিয়ে বিভ্রাট এবং রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের আবহে রাতেই পুরভোটে তৃণমূলের চূড়ান্ত প্রার্থিতালিকা জেলা সভাপতিদের পাঠিয়ে দিয়েছিলেন দলের শীর্ষ নেতৃত্ব। সেই তালিকাই শনিবার ঘোষণা করলেন অনুব্রত। বীরভূমের পাঁচটি পুরসভা ও পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রার্থীদের নাম এক এক করে পড়লেন তিনি।

তার পরেই অনুব্রত বলেন, ‘‘বীরভূমের সব পুরসভা থেকেই জিতবে তৃণমূল। বিধানসভা ভোটে রাজ্য জুড়ে খেলা হয়েছে। এ বার জেলার ভোটে সেই অনুযায়ী খেলা হবে। ফুটবল হলে ফুটবল। ক্রিকেট হলে ক্রিকেট। হকি খেলাটা বেশ ভাল। এ বার ভাবছি ওটাই খেলব।’’ এত খেলা থাকতে হকি কেন, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।

Advertisement

এ নিয়ে বীরভূমে বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘ওঁরা এ ভাবেই বিধানসভা ভোটে জিতেছেন। আবার এ ভাবেই পুরসভা ভোট জিতবে ভাবছেন। মানুষ ওঁদের সঙ্গে নেই। তাই খেলার কথা বলছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement