রামপুরহাটে। নিজস্ব চিত্র।
রাজ্যে বিজেপির জাতীয় স্তরের নেতাদের বারবার সফরকে কটাক্ষ করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার রামপুরহাটের কলেজ মাঠে রামপুরহাট ১ ব্লক তৃণমূলের ডাকে জনসভায় অনুব্রত বলেন, ‘‘গুজরাটের চাষিদের রক্ষা করার ক্ষমতা নেই, বাংলায় এসে বড় বড় কথা বলছ! তোমরা ভাঁওতা দিয়েছ আর বাংলাকে বাঁচাতে আসছ!’’
শনিবারই বীরভূমের লাগোয়া জেলা বর্ধমানে এসেছিলেন বিজেপি র সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। কয়েকদিন আগে বোলপুরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুব্রতর কটাক্ষ, ‘‘বাংলাকে বাঁচাতে তোমাদের দরকার নেই। বাংলাকে বাঁচাবে মমতা বন্দ্যোপাধ্যায়।’’ তাঁর অভিযোগ, ‘‘বিজেপিকে কেউ বিশ্বাস করবেন না, বেইমানের দল। দেশের মানুষকে ধোঁকা দিয়েছে।’’ অনুব্রতর আগে জেলা তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ সিংহও নড্ডাকে বহিরাগত বলে কটাক্ষ করে বলেন, ‘‘বাংলার সংস্কৃতি তোমাদের মধ্যে নেই। তোমরা খালি মানুষের মধ্যে বিভেদ ছড়াতে বাংলায় আসছ।’’
অনুব্রত এ দিনের সভায় আশিস বন্দ্যোপাধ্যায়কে ‘ভাল লোক’ বলে জানিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে আশিস বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার জন্য কর্মীদের কাছে আবেদনও করেন তিনি। গত বেশ কয়েকটি সভার মতো এ দিনের সভাতেও এমআইএমকে বিজেপি র ‘বি টিম’ বলে দাবি করেন অনুব্রত। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমি গ্রামের ভাষায় বলছি বিজেপিকে ঠেঙিয়ে পগার পার করে দিন।’’