Anubrata Mondal

Anubrata Mandal: ৩ দিন ঘেরাও করব, পারলে আটকান, বিদ্যুতের ‘পাগলামি’ সারাতে দাওয়াই অনুব্রতর

আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর করতে পারেন। তার পর উপাচার্যকে ঘেরাও অভিযানে নামতে পারে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৫:৫৪
Share:

অনুব্রত মণ্ডল। — ফাইল চিত্র

এত দিন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দূর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। এ বার উপাচার্যের ‘পাগলামি’ সারাতে সরাসরি তাঁর বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখার হুঙ্কার দিলেন অনুব্রত।

Advertisement

বুধবার অনুব্রতের বাড়িতে যান বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে গঠিত সংগঠন ভিবিইউএফএ (বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন)-র সদস্যরা। সূত্রে খবর, তাঁরা অনুব্রতের কাছে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সংগঠনের সদস্যরা উপাচার্যের ‘স্বৈরাচারী’ মনোভাবের বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও জানান অনুব্রতকে।

ভিবিইউএফএ-এর আন্দোলনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ‘‘ভিসি-কে বাড়িতে ঘেরাও করবে। তৃণমূল কংগ্রেস পুরো সাপোর্ট করব।’’ অনুব্রতর মতে, ‘‘উনি (বিশ্বভারতীর উপাচার্য) যে ভাবে আরম্ভ করেছেন, বিশ্বভারতী বন্ধ রেখে একেবারে জঞ্জালে ভর্তি হয়ে গিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নয়।’’ পাশাপাশি তাঁর ব্যাখ্যা, ‘‘পাগল ভিসি তো। ওঁর পাগলামিটা ছাড়াতে হবে। কী ভাবে ছাড়াতে হয় সেটা আমরা জানি।’’

Advertisement
আরও পড়ুন:

কবে আন্দোলন শুরু হবে? এ প্রশ্নের স্পষ্ট জবাব দেননি বীরভূমের ওই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। ঘেরাওয়ের তারিখ নিয়ে রহস্য জিইয়ে রেখে তাঁর হুঁশিয়ারি, ‘‘২ তারিখের পর যে কোনও এক দিন শুরু করব। একনাগাড়ে তিন দিন ঘেরাও করে রাখব। পারলে আটকাবেন।’’

তৃণমূল সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফর করতে পারেন। তাই ওই সময়ের পরেই উপাচার্যকে ঘেরাও অভিযানে ঝাঁপাতে পারে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement