নিজস্ব চিত্র
একটাই কথা। ‘‘বাঘের মতো বসে আছি। বাঘ যেমন শিকারের আগে বসে থাকে, সে ভাবে আমরা বিশ্ববিদ্যালয় খোলার অপেক্ষায় বসে আছি। বিশ্ববিদ্যালয় খুলুক এক বার,’— বিশ্বভারতীতে তৃণমূল ছাত্রপরিষদের ইউনিট সভাপতি নির্বাচনের পর এ ভাবেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে হুমকি দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
শনিবার বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে বিশ্বভারতী তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি নির্বাচনে আসেন অনুব্রত। ফুল দিয়ে অভিনন্দন জানান নব নির্বাচিত সভাপতি মীনাক্ষী ভট্টাচার্যকে। তার পর তিনি বলেন, ‘‘এক বার বিশ্ববিদ্যালয় খুলতে দিন, দেখবেন ছাত্রদের অনেক কাজ। প্রচুর কাজ করবে ছাত্ররা। এমন কাজ করবে যে ভিসি ঘুমাতে পারবেন না। সারা দিন কাজ নিয়ে পড়ে থাকতে হবে। উনি রবীন্দ্রনাথের হাতে তৈরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আদর্শকে তছনছ করেছেন। পাগল একটা। ক্লাস শুরু হোক, তার পর দেখবেন কী হয়। আমরা বাঘের মতো বসে আছি।’’
নির্বাচিত ইউনিট সভাপতি মীনাক্ষী বলেন, ‘‘আমরা বিশ্বভারতীর ছাত্র ও অধ্যাপকদের পাশে ছিলাম। আছি। যে ভাবে উপাচার্য বিশ্বভারতীর গৈরিকিকরণের চেষ্টা করছেন, তা আমরা মেনে নেব না। প্রতিবাদ করব।’’