ট্রেনে মাদক বিরোধী প্রচারে যৌথ ভাবে নামল রেল পুলিশ এবং রেলওয়ে নিরপত্তা পুলিশ। রামপুরহাট স্টেশনে সকাল থেকে বিভিন্ন প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সচেতন করার জন্য রেল পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা পুলিশ হ্যাণ্ডমাইকে প্রচার চালান। পাশাপাশি পূর্ব রেলের পক্ষ থেকে মাদক প্রচারপত্র ট্রেনের গায়ে সাঁটানো হয়। রামপুরহাট স্টেশনে এ দিন মাদক বিরোধী প্রচারে অংশগ্রহণ করেন রেল পুলিশের সাঁইথিয়া থানার অফিসার ইনচার্জ বিকাশ মুখোপাধ্যায় এবং রেলওয়ে নিরাপত্তা পুলিশের রামপুরহাট ইনচার্জ জগজিৎ সিং চাওলা। রেলের এরিয়া ম্যানেজার শান্তনু চক্রবর্তী-সহ অন্যেরা উপস্থিত ছিলেন। এরিয়া ম্যানেজার শান্তনু চক্রবর্তী বলেন, ‘‘রেল যাত্রীদের পরিষেবার উন্নতি সাধনের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে রেল স্টেশন পরিষ্কার, ট্রেনে মাদক সেবন প্রতিরোধ-সহ আরও অনেক কিছু বিষয় আছে।’’ তিনি জানান, এখনও অনেকেই সচেতনতার অভাবে ট্রেনে অপরিচিত লোকেদের সঙ্গে বন্ধুত্ব পাকিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছেন। অপরিচিত লোকের দেওয়া খাবার কারও খাওয়া উচিত নয়। এ নিয়ে সচেতনতার অভাব রয়েছে।