দ্বারকেশ্বরে মূর্তি উদ্ধার

নদীর চর থেকে বালি তুলতে গিয়ে উদ্ধার হল একটি প্রাচীন মূর্তি। শুক্রবার সকালে কোতুলপুর থানার দ্বারকেশ্বর নদ সংলগ্ন হাতি গ্রামের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ০২:১৫
Share:

বালি তুলতে গিয়ে শ্রমিকেরা এই মূর্তিটিই পান। —নিজস্ব চিত্র।

নদীর চর থেকে বালি তুলতে গিয়ে উদ্ধার হল একটি প্রাচীন মূর্তি। শুক্রবার সকালে কোতুলপুর থানার দ্বারকেশ্বর নদ সংলগ্ন হাতি গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, বালি খাদানের শ্রমিকেরা নদের ১০-১২ ফুট নীচে মূর্তিটি পান। মূর্তিটির উচ্চতা কমবেশি তিন ফুট। তাতে পদ্মফুলের উপরে এক পুরুষ বসে রয়েছেন।

Advertisement

বিষ্ণুপুর মিউজিয়মের কিউরেটর তুষার সরকার জানান, মূর্তিটি তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য মহকুমাশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। মহকুমাশাসক (বিষ্ণুপুর) মায়ূরি ভাসু বলেন, ‘‘আমি ওসি কোতুলপুরকে বিষয়টি দেখতে বলেছি। মূর্তিটি হাতে এলে সিদ্ধান্ত নেওয়া যাবে।’’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্বাতী রায় মূর্তিটির ছবি দেখে বলেন, ‘‘মূর্তিটি খুব প্রাচীন বলে মনে হচ্ছে না। তবে কোনও শৈব দেবতা হলেও হতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement