Anubrata Mondal

এবার জনসভার মঞ্চ থেকে বিশ্বভারতীর উপাচার্যকে ‘অপদার্থ’ বলে আক্রমণ অনুব্র‍তর

অনুব্রত বলেন, “বিশ্বভারতীর ভিসি এক জন অপদার্থ ভিসি। উপাচার্য অমর্ত্য সেনকে বলছেন পরিযায়ী পাখি। ভাবা যায়!"

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ২৩:৪৪
Share:

অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।

এ বার আরও চড়া সুরে বিশ্বভারতীর উপচার্যকে আক্রমণ শানালেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার ময়ূরেশ্বরের জনসভার মঞ্চে বক্তৃতা করার সময় ‘অপদার্থ ভিসি’ বলে আক্রমণ করেন অনুব্রত। বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি অমর্ত্য প্রসঙ্গে টেনে উপাচার্যকে আক্রমণ করেন তিনি।

Advertisement

অনুব্রত বলেন, “বিশ্বভারতীর ভিসি এক জন অপদার্থ ভিসি। উপাচার্য অমর্ত্য সেনকে বলছেন পরিযায়ী পাখি। ভাবা যায়! সেই অমর্ত্য সেন, যিনি মিড ডে মিল চালু করার পথিকৃত। গোটা বিশ্ব জানে তাঁকে। আর ভিসি এই সব বলছেন। এই ভিসি বিজেপির ভিসি যা খুশি তাই বলছেন।”

আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে নিজের ভঙ্গিতে বলেন, “২১-এ খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। সবাই দেখবে সেই খেলা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement