গাড়িতে রঙের ছিটে পড়ায় ঠিকা শ্রমিককে মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজের আবাসনের ঘটনা। অভিযুক্ত দেবল সরেন বাঁকুড়া মেডিক্যাল কলেজের চিকিৎসক। অভিযোগ, তিনি প্রশান্ত দেওঘরিয়া নামে এক ঠিকা শ্রমিকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। জখম অবস্থায় প্রশান্তবাবুকে বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। চোট গুরুতর হওয়ায় রাতে তাঁকে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেডিক্যাল কলেজের আবাসনের ইলেক্ট্রিক খুঁটিগুলিতে রঙ করার কাজ শুরু করেছে পূর্ত দফতরের ইলেকট্রিক্যাল বিভাগ। এ দিন একটি খুঁটিতে রঙ করছিলেন প্রশান্তবাবু। ওই খুঁটির নীচে গাড়ি রেখে দেবলবাবু আবাসনের ভিতরে গিয়েছিলেন। ছিটকে কিছুটা রঙ গাড়িতে লাগে। প্রশান্তবাবুর সঙ্গে কাজ করছিলেন আর এক ঠিকা শ্রমিক অপূর্ব পাত্র। তাঁর দাবি, গাড়িতে রঙের ছিটে দেখে উত্তেজিত হয়ে পড়েন ওই চিকিৎসক। পাশে পড়ে থাকা একটি বাঁশ নিয়ে তাঁদের দিকে তেড়ে যান। অপূর্ববাবু বলেন, “আমি কোনও মতে ছুটে পালিয়ে গেলেও প্রশান্ত পারেনি। বাঁশ দিয়ে ওর মাথায় মারতে থাকেন ওই চিকিৎসক।’’
পূর্তদফতরের (ইলেকট্রক্যাল) জুনিয়র ইঞ্জিনিয়ার কল্যাণ পাত্র বলেন, “ঘটনাটি অমানবিক। অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে।’’ অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, “বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পূর্ত দফতরের অভিযোগটি পুলিশের কাছে পাঠানো হয়েছে।’’ অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। চিকিৎসক দেবলবাবুকে এ দিন হাসপাতালে দেখা যায়নি। তাঁর মোবাইল ফোনও দিনভর বন্ধ ছিল। যোগাযোগ করা যায়নি জখম শ্রমিক প্রশান্তবাবুর পরিবারের সঙ্গেও।