কিশোরীর বিয়ে রুখল প্রশাসন

নাবালিকার বিয়ে রুখল রাইপুর ব্লক প্রশাসন। সোমবার রাতে রাইপুরের স্থানীয় একটি মন্দিরে সিমলাপাল থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে শুনে ব্লকের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। রাইপুরের বিডিও দীপঙ্কর দাস জানান, ওই নাবালিকার বয়স ১৫ বছর।

Advertisement
রাইপুর শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০০:৪৬
Share:

নাবালিকার বিয়ে রুখল রাইপুর ব্লক প্রশাসন। সোমবার রাতে রাইপুরের স্থানীয় একটি মন্দিরে সিমলাপাল থানা এলাকার বাসিন্দা এক নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে শুনে ব্লকের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান। রাইপুরের বিডিও দীপঙ্কর দাস জানান, ওই নাবালিকার বয়স ১৫ বছর। দারিদ্রের কারণে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরের একটি ছেলের সঙ্গে সম্বন্ধ করে তার বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে ব্লক থেকে প্রতিনিধিরা গিয়ে বিয়ে বন্ধ করেন। পুলিশ জানিয়েছে, ওই মন্দিরের পুরোহিতদের নাবালিকা বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছুদিন আগে পুরুলিয়ার পাড়া ব্লকের একটি মন্দিরে এক নাবালিকার বিয়ে আটকেছিলেন পুরোহিতেরাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement