কাল থেকে শুরু জয়দেব-কেঁদুলি মেলা। নিজস্ব চিত্র।
শুক্রবার মকর সংক্রান্তি। সেদিন থেকেই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলি মেলা। তবে মেলার আগে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেই দাবি প্রশাসনের।
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মেলাতে কোভিডবিধি নিশ্চিত করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নজরদারি চালাতে রাখা হয়েছে ড্রোন। এ ছাড়াও নজরমিনার, সিসিটিভি-সহ বিভিন্ন পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে।
প্রশাসনের তরফ থেকে কম দোকানপাট বসানোর কথা বলা হয়েছিল। কিন্তু মেলাতে প্রায় হাজারেরও বেশি দোকান বসেছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই বছর মেলায় বাউলদের আখড়ার সংখ্যা হাতে গোনা।
বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ এই বিষয়ে জানান, ‘‘প্রশাসনিক তরফে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি কোভিড বৃদ্ধির জন্য মেলার মধ্যে মেডিক্যাল টিম থাকবে। এখানে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত করোনা টেস্ট করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। স্থানীয় কৃষক বাজারেও কিছু সেফ হোম-এর ব্যবস্থা করা হয়েছে।’’
তিন দিন এই মেলা চলবে। মেলার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। মেলা ঘিরে শুরু হয়েছে যুদ্ধকালীন প্রস্তুতিও।