Adhir Chowdhry

Adhir Ranjan Chowdhury: অপরাধীদের শাস্তি দিয়ে আদিবাসীদের বার্তা দিন, বীরভূমে নির্যাতিতার বাড়ি গিয়ে দাবি অধীরের

বুধবার শান্তিনিকেতন থানার বড়োভাঙা গ্রামে পৌঁছন অধীর। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৫:১৯
Share:

শান্তিনিকেতনে নির্যাতিতার বাড়িতে অধীর চৌধুরী। —নিজস্ব চিত্র।

আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার বীরভূমের শান্তিনিকেতনের ওই নির্যাতিতার বাড়িতে যান তিনি। নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, তৃণমূলের কড়া সমালোচনাও করেছেন। যদিও অধীরকে নিশানা করে পাল্টা তোপ দেগেছে তৃণমূলও।
বুধবার শান্তিনিকেতন থানার বড়োভাঙা গ্রামে পৌঁছন অধীর। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন। অধীরের প্রশ্ন, ‘‘পুলিশ সব খুঁজে বার করতে পারে আর ধর্ষণকারীকে খুঁজে বার করতে পারে না?’’ তাঁর অভিযোগ, ‘‘কেন ঘরের মা-বোনেরা নির্যাতনের শিকার হচ্ছেন? এটা আজ গোটা রাজ্যের প্রশ্ন। অপরাধীদের শাস্তি দিয়ে আদিবাসীদের বার্তা দিন।’’ নির্যাতিতার পরিবারকে সব রকম আইনি সাহায্যের আশ্বাসও দিয়েছেন অধীর। তাঁর আরও অভিযোগ, ‘‘সারা বাংলা আজ সিন্ডিকেটে বিভক্ত। বাংলার সিন্ডিকেটকরণ হয়েছে। তারই বিষ এবং দুর্গন্ধ আমাদের নজরে আসছে। সারা বাংলার যখন তৃণমূলীকরণ হয়েছে তখন এ বাংলার ভবিষ্যৎ ক্রমশ ভয়ঙ্কর হবে তা আর বলতে হবে না।’’

Advertisement

অধীরের বক্তব্য নিয়ে তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা নির্যাতিতা এবং তার পরিবারের পাশে আছি। কংগ্রেস বলে রাজ্যে কিছু নেই। তাই তারা কী করছে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা ওই পরিবারটির পাশে ছিলাম, আছি এবং থাকবও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement