Acid Attack

Acid Attack: ডাইনি অপবাদে ‘অ্যাসিড’,আতঙ্ক কাটেনি পরিবারের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ০৬:১১
Share:

প্রতীকী ছবি।

ডাইনি অপবাদে এক মহিলাকে অ্যাসিড ছোড়ার অভিযোগের ঘটনার প্রতিবাদে পথে নামল পুরুলিয়ার একটি বিজ্ঞান সংগঠন। সংগঠনের পুরুলিয়া শাখার উদ্যোগে বুধবার শহরের কোর্ট মোড়ে একটি প্রতিবাদসভা হয়। শহরে এমন ঘটনার প্রতিবাদ ও জড়িতদের প্রত্যেককে গ্রেফতার করে আইনানুগ শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। মহিলার পরিবার বুধবার জানায়, তারা এখনও আতঙ্কে রয়েছে। পরিবারটির নিরাপত্তার ব্যবস্থার দাবি জানিয়েছে বিজ্ঞান মঞ্চ।

Advertisement

‘ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি’ নামে ওই সংগঠনের তরফে স্বদেশপ্রিয় মাহাতো বলেন, ‘‘ভাবা যাচ্ছে না, পুরুলিয়া শহরের বুকে এমন ঘটনা ঘটছে! এই ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এখনও কুসংস্কার ও অন্ধবিশ্বাসে জেলার বিভিন্ন প্রান্তে ডাইনি অপবাদ দিয়ে নির্যাতনের ঘটনা ঘটছে।’’ পুরুলিয়া শহরের খেজুরিয়াডাঙা এলাকায় একটি পরিবারকে ডাইনি অপবাদে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এক মহিলার দিকে অ্যাসিড ছোড়া হয় বলেও অভিযোগ। পরিবারটিকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। স্বদেশপ্রিয়ের বক্তব্য, ‘‘আমাদের দাবি, ঘটনায় জড়িতদের সবাইকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থার পাশাপাশি, ওই পরিবারটিকে নিরাপত্তা দিতে হবে। আমরা এ নিয়ে প্রশাসনকে স্মারকলিপিও দিয়েছি।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে আতঙ্কে রয়েছে পরিবারটি। ওই মহিলার স্বামী বুধবার অভিযোগ করেন, ‘‘ঠেলাগাড়িতে খাবারের দোকান চালিয়ে আমাদের সংসার চলে। এক সপ্তাহের উপরে দোকান বন্ধ। কী ভাবে চলবে? ছেলেমেয়েদের আত্মীয়ের বাড়িতে রেখে এসেছি। ভয়ে বাবাও আত্মীয়ের বাড়ি চলে গিয়েছেন। আমি, স্ত্রী ও মা বাড়িতে থাকলেও, ভয়ে বেরোতে পারছি না। আমাদের হুমকি দিয়ে গিয়েছে। এমন ভাবে এখানে বাস করা সম্ভব নয়।’’ তিনি জানান, পুলিশ ফোন করে খোঁজ নিচ্ছে। কিন্তু আচমকা যদি হামলা হয়, সে আতঙ্কে রয়েছেন তাঁরা। মহিলার শাশুড়ির কথায়, ‘‘কেন আমাদের ডাইনি অপবাদ দিয়ে নির্যাতন করা হচ্ছে জানি না। আমরা কার, কোনও ক্ষতি করিনি!’’

Advertisement

মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সম্পাদক নয়ন মুখোপাধ্যায় পরিবারটির সঙ্গে দেখা করে আশ্বস্ত করেন। তিনি বলেন, ‘‘আমাদের মহিলা শাখার কর্মীরা বুধবার বিকেলে গিয়েছিলেন। কিন্তু পরিবারটি নিরাপত্তার অভাব বোধ করছে। পুলিশকে বিষয়টি আমরা দেখতে অনুরোধ করেছি। আমরা এলাকায় সচেতনতা শিবির করব।’’ পুলিশ জানায়, এক জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।

খেজুরিয়াডাঙা এলাকাটি শহরের পুরপ্রধান নবেন্দু মাহালির ওয়ার্ড। তিনি বলেন, ‘‘আমরাও নজর রেখেছি। এলাকায় বিজ্ঞান মঞ্চের সঙ্গে যৌথ ভাবে সচেতনতা শিবির করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement