—প্রতীকী ছবি।
ফের বেপরোয়া গতির বলি এক স্কুল পড়ুয়া। শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাঁকুড়ার ভৈরবডাঙ্গা এলাকায় বেপরোয়া এম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় ওই স্কুল পড়ুয়ার। মৃত স্কুল পড়ুয়ার নাম সাগর মণ্ডল (১৫)। বাড়ি বেলিয়াতোড় থানার কদমা গ্রামে। এই ঘটনায় সাময়িক ভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা অ্যাম্বুল্যান্সটিতে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল হওয়ায় একটু আগে স্কুল ছুটি হয়ে যাওয়ায় নিজের সাইকেলে চড়ে কদমা গ্রামে ফিরছিল বড়কুড়া হাই স্কুলের নবম শ্রেণির পড়ুয়া সাগর। বেলিয়াতোড় সোনামুখী রাস্তা ধরে সাগর ভৈরবডাঙা মোড়ের কাছাকাছি আসতেই সোনামুখীর দিক থেকে বেলিয়াতোড়ের দিকে যাওয়া একটি বেপরোয়া অ্যাম্বুল্যান্স মুখোমুখি ধাক্কা মারে সাগরের সাইকেলে। ধাক্কার জেরে সাগর রাস্তায় ছিটকে পড়লে অ্যাম্বুল্যান্সের চাকা পিষে দেয় তাকে। এই ঘটনা চোখে পড়তেই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় সাগরকে উদ্ধার করেন। পরে স্থানীয় বাসিন্দা, বড়কুড়া হাই স্কুলের শিক্ষক ও বেলিয়াতোড় থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সম্মিলনী মেডিক্যাল কলেজে পৌঁছনোর পরেই চিকিৎসকেরা ওই স্কুল পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলেই অ্যাম্বুল্যান্স ফেলে রেখে চম্পট দেন চালক। স্থানীয় উত্তেজিত বাসিন্দারা ঘাতক অ্যাম্বুল্যান্সে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়।