আপাতত বন্ধ স্কুল। নিজস্ব চিত্র
স্কুল খোলার ১৫ দিনের মধ্যেই করোনা ধরা পড়েছে এক শিক্ষিকার। তার জেরে ফের স্কুল বন্ধ করে দিতে হল। এই ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাটে।
রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় এক সহকারী শিক্ষিকার কোভিড ধরা পড়ে। পর দিনই তাই তড়িঘড়ি স্কুল বন্ধ রাখার নোটিস জারি করা হয়। আগামী সাত দিন স্কুলের পঠনপাঠন বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পড়ুয়া এবং অবিভাবকদের মধ্যে। ঘটনার পর স্কুলের ৪০ জন শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের কোভিড পরীক্ষা করা হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মল্লিকা হালদার বলেন, ‘‘সোমবার বিকেলে বিষয়টি জানার পর আমরা শনিবার পর্যন্ত স্কুলের পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকে পরীক্ষা করেছি। প্রতি দিন স্কুল জীবাণুমুক্তকরণ করা হবে। শনিবার স্কুল খোলার দিন আমরা শিক্ষিকারাই কেবল ছিলাম। কোনও ক্লাস হয়নি।’’
মঙ্গলবারই একই কারণে বন্ধ করে দেওয়া হয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। সেখানে ২ শিক্ষক করোনা আক্রান্ত।