TMC

বীরভূমে ৫০০ বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে, ভয় দেখানোর অভিযোগ তুলছে পদ্ম শিবির

সকলে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চেয়ে দলে যোগ দিয়েছেন, মত তৃণমূলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৮:৪৩
Share:

নিজস্ব চিত্র

অনুব্রতর গড়ে বিজেপি-তে ভাঙন অব্যাহত। সিউড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যোগ দিলেন ৫০০ বিজেপি কর্মী। ওই এলাকার রেডসন ক্লাবে এই যোগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিধায়ক বিকাশ রায়চৌধুরীর উপস্থিতিতে বিজেপি সমর্থকরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।।

Advertisement

বিকাশ বলেন, ‘‘রবিবার ১৫০ পরিবারের সদস্য-সহ প্রায় ৫০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগাদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এঁরা ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি-র দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি বুঝতে পেরে তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। সকলে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চেয়ে দলে যোগ দিয়েছেন।’’

অন্য দিকে বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, ‘‘কয়েক দিন আগে তো মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, দলে যোগদান নিয়ে এই মুহূর্তে কোনও কর্মসূচি হবে না। কিন্তু বাস্তবে তা হচ্ছে। দলের কর্মীরাই নেত্রীর নির্দেশ ভাঙছেন। যাঁরা যাচ্ছেন, তাঁদের ভয় দেখিয়ে আর মারধর করে তৃণমূলে টানা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement