mohammad bazar

বীরভূমের মহম্মদবাজারে বজ্রপাতে নিহত ৩, আহত ১

পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম প্রহ্লাদ মণ্ডল, আনন্দ কর্মকার এবং তহিদ আনসারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২৩:২৩
Share:

—নিজস্ব চিত্র।

দু’টি ভিন্ন জায়গায় বাজ পড়ে নিহত হলেন বীরভূমের মহম্মবাজারের ৩ ব্যক্তি। বজ্রপাতে আহত হয়েছেন এক মহিলা। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম প্রহ্লাদ মণ্ডল, আনন্দ কর্মকার এবং তহিদ আনসারি। ৩ জনের বয়স জানা না গেলেও পুলিশের অনুমান, তাঁরা মধ্যবয়সি। মঙ্গলবার মহম্মবাজারের খড়িয়া গ্রামে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে নিহত হন প্রহ্লাদ। এ ছাড়াও মহম্মদবাজারের শ্রীকান্তপুর মোড়ের একটি ইউক্যালিপ্টাস গাছেও বাজ পড়েছে। তার জেরে ওই গাছে আগুন লেগে যায়। সে সময় ওই এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আনন্দ এবং তহিদের উপর গাছটির মধ্যভাগ দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তহিদ। অন্য দিকে, আহত প্রহ্লাদ এবং আনন্দকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের নিহত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement