Rupsha Chatterjee

ধারাবাহিক নয়, ভ্লগিংই সব! ছেলের জন্মের পর রূপসা কি একেবারে বদলে ফেললেন পেশা?

ছেলের মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তাই কি অভিনয় ছেড়ে শুধুই ভ্লগিংয়ে মন দিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:২২
Share:
actress  Rupsha Chatterjee

পেশা বদলে ফেললেন রূপসা ? ছবি: সংগৃহীত।

তাঁর ছেলেকে সবাই চেনে। মাত্র মাস তিনেক হয়েছে মা হয়েছেন, এরই মধ্যে সকলকে জানিয়ে দিয়েছেন ছেলে কী কী খাচ্ছে, কতটা ঘুমোচ্ছে, তিনি নিজে কী কী করছেন। সমাজমাধ্যমে বেশ খোলামেলা ভাবেই সন্তানকে প্রকাশ্যে আনছেন বাংলা ধারাবাহিকের খলনায়িকা রূপসা চট্টোপাধ্যায়।

Advertisement

একরত্তি ছেলেকে নিয়ে সম্প্রতি ঘুরে এলেন মন্দারমণি। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যায় তাঁর প্রতি দিনের ভিডিয়ো। ইদানীং ‘ভ্লগিং’-কেই অন্য পেশা হিসাবে বেছে নিচ্ছেন ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন সায়ক চক্রবর্তী, অনন্যা গুহ, প্রেরণা ভট্টাচার্য-সহ অনেকেই। তবে কি সেই তালিকায় নাম লেখালেন রূপসাও? তা হলে কি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ছোট পর্দার দুঁদে খলনায়িকা। আর কি তাঁকে দেখা যাবে না অভিনয়ে?

আনন্দবাজার ডট কমকে রূপসা বললেন, “পেশা পরিবর্তন বললে ভুল হবে, নতুন পেশার সংযোজন বলা যেতেই পারে।” ধারাবাহিকে অভিনয় মানেই দিনের ১৪ ঘণ্টা প্রায় শুটিংয়েই কেটে যাবে, যা নতুন মায়েদের ক্ষেত্রে বেশ কঠিন বিষয়। সন্তান জন্মের পর এমনিতেই কিছু দিন বিশ্রামের প্রয়োজন। রূপসা জানালেন, যে হেতু এখন শুটিংয়ে যাওয়ার উপায় নেই ছেলেকে রেখে, তাই ভ্লগিংয়ের মাধ্যমেই নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। অভিনেত্রী বলেন, “ছেলে হওয়ার আগে থেকেই আমি ভিডিয়ো করা শুরু করেছি। এখন এই কাজটা আমি উপভোগও করছি। অনেকে নাকি মেগা সিরিয়ালে অভিনয়ের থেকে ভ্লগিং করেই বেশি উপার্জন করছেন শুনছি।”

Advertisement

তবে অনেক ছোট বয়স থেকে যেহেতু অভিনয় শুরু করেছেন রূপসা তাই এই পেশা কোনও দিনই ছাড়তে পারবেন না। নায়িকা বললেন, “ডুগ্গু (ছেলে) একটু বড় হলেই কাজে ফিরব। ভিডিয়ো করছি মানে আমি ‘কনটেন্ট ক্রিয়েটার’ হয়ে যাচ্ছি বাকিদের মতো, তেমনটা নয়। আমি অভিনেত্রী হিসাবেই ভ্লগিং করছি। বাকিরা হয়তো অনেক বেশি রোজগার করছেন। কিন্তু আমার জীবনে প্রথম গুরুত্ব অভিনয়।”

ছেলেকে নিয়েই সকাল-সন্ধ্যা কেটে যাচ্ছে রূপসার। আপাতত সংসার আর ভ্লগিং এই দুই সমান তালে চালিয়ে যেতে চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement