Birbhum

বাড়িতে ‘জমানো’ বোমা! ফেটে জখম পরিবারের দুই খুদে সদস্য, বীরভূমে তীব্র উত্তেজনা

আবার বীরভূমে বিস্ফোরণের ঘটনা। এ বার বাড়িতে ‘রাখা’ বিস্ফোরকে জখম হয়েছে দুই নাবালক। আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৪:৩১
Share:

বোমা ফেটে জখম হয়েছেন দুই শিশু। মায়ের দাবি ‘ভিন্ন’! নিজস্ব চিত্র।

বাড়িতে থাকা বিস্ফোরক ফেটে গুরুতর জখম হল দুই বালক। আহত দুই বালককে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম রোহন শেখ ও সোহন শেখ।

Advertisement

শুক্রবার সকালে মাড়গ্রাম থানার একডালা গ্রামে একটি বাড়ি প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। তাতে গুরুতর আহত হয় ২ বালক। যদিও আহতদের মধ্যে এক জনের মায়ের দাবি, বিস্ফোরক নয়, বাজি ফেটে বিস্ফোরণ হয়ে এই কাণ্ড ঘটেছে। তিনি জানান, পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সেগুলো বাড়িতে এনে রাখা হয়েছিল। সেগুলো ফেটেই ২ শিশু আহত হয়েছে। ঠিক কী ঘটেছে, কী রকম বিস্ফোরক থেকে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement