বীরভূমে ২ পথ দুর্ঘটনা। নিজস্ব চিত্র।
বীরভূম জেলায় জোড়া পথ দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ১ জন। সিউড়ির লম্বোদরপুর মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দুপুর ১২টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে। সেখানে ১ ব্যক্তির মৃত্যু হয়। অন্য একটি দুর্ঘটনায় শান্তিনিকেতন থানা এলাকায় একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক আরোহী। গাড়িটি এক নাবালক চালাচ্ছিল বলে অভিযোগ।
প্রথম দুর্ঘটনাটি ঠিক কী ভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। পুলিশ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। ঘটনাস্থল থেকে একটি সাইকেল উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্ত এবং শনাক্তকরণের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্য দুর্ঘটনায় শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের আদিত্যপুর গ্রামে একটি ৪ চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে বাইক আরোহী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি এক নাবালক চালাচ্ছিল। সঙ্গে ছিলেন পরিবারের আরও ২ সদস্য। গাড়ির চালকের সিটে বসা ওই নাবালক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। আশপাশের লোকজন ছুটে এলে গাড়ির নাবালক চালক-সহ বাকিরা পালিয়ে যান। শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রথমে বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গাড়িটিকে বাজেয়াপ্ত করে।