RG Kar Protest

নিশানায় সিবিআই ও রাজ্য, পথে নেমেই দাবি বিচারের

ন্যায়-বিচারের শহরের দুই দিকে মঙ্গলবার পথে নামল বাম-সহ নানা সংগঠন। বিচারের দাবিতে পদযাত্রাকে ঘিরে বারাসতে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের ধস্তাধস্তিও বাধল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৬
Share:

আর জি কর-কাণ্ডে সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল। —নিজস্ব চিত্র।

আর জি কর-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকাকে সামনে রেখে প্রতিবাদ আন্দোলনের সুর আরও চড়া হচ্ছে। ন্যায়-বিচারের শহরের দুই দিকে মঙ্গলবার পথে নামল বাম-সহ নানা সংগঠন। বিচারের দাবিতে পদযাত্রাকে ঘিরে বারাসতে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের ধস্তাধস্তিও বাধল। প্রকৃত অপরাধীদের ধরার দাবিতে শিলিগুড়িতেও সিবিআই দফতর অভিযানের ডাক দেওয়া হল।

Advertisement

‘নির্যাতনের বিচার চাই, স্বৈরাচারের ক্ষমা নাই’— এই স্লোগানকে সামনে রেখে এ দিন মিছিলের ডাক দিয়েছিল সিপিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। এন্টালির কাছে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবন থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ, জাহানারা খান, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দে প্রমুখ। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষীর বক্তব্য, ‘‘সিবিআইকে আমরা স্পষ্ট ভাবে বার্তা দিতে চাই, আপনারা সরকারি কর্মচারী, মানুষের নিরাপত্তার জন্য আপনাদের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কাজ আপনারা করুন। আদালতে লড়াই যেমন চলবে, বিচারের জন্য রাস্তার লড়াইও জারি থাকবে।’’ জনতার উদ্দেশে তাঁর আর্জি, ‘‘রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, বিচার চেয়ে ১৪ অগস্ট রাত দখল করেছিলেন। এ বার বিচার ছিনিয়ে আনার জন্য রাস্তার দখল নিন।’’

মিছিলে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কনীনিকা ঘোষ, জাহানারা খান, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জন দে প্রমুখ। —নিজস্ব চিত্র।

সোদপুর ট্র্যাফিক মোড়কে ‘তিলোত্তমা মোড়’ নামকরণ, আর জি করের ঘটনায় ন্যায়-বিচারের দাবিতে দু’দিনের ‘মার্চ ফর জাস্টিস’-এর কর্মসূচি নিয়েছিল এসএফআই। পদযাত্রার দ্বিতীয় দিনে মধ্যমগ্রাম থেকে শুরু করে বারাসত কলেজের কাছে এসএফআইয়ের কর্মী-সমর্থকেরা পৌঁছলে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা, ধস্তাধস্তি বাধে। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে সন্ধ্যায় যাদবপুর থেকে গড়িয়ার দিকে সিপিএমের মিছিলে ছিলেন সৃজন ভট্টাচার্যেরা।

Advertisement

সিবিআই ও সুপ্রিম কোর্ট দেখিয়ে আর জি কর-কাণ্ডে রাজ্য সরকার নিজেদের দায় এড়াতে চাইছে এবং ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্বাস্থ্য দফতর এখনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, তার প্রতিবাদে এ দিন করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছে বিভিন্ন সংগ্রামী সংগঠন। স্বাস্থ্য ভবন থেকে প্রায় একশো মিটার দূরে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। ব্যারিকেডের সামনেই বসে পড়েন মিছিলে আসা লোকজন। পুলিশ জানায়, ১৫ জন প্রতিনিধি স্বাস্থ্য ভবনে যেতে পারবেন। এর পরে মিছিলের আয়োজকেরা আলোচনা করে ২০ জন যাবেন বলে জানালে পুলিশ তাতে অনুমতি দেয়।

আর জি করের ঘটনায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা চার্জশিট দিতে না-পারায় শিলিগুড়ির আন্দোলনকারীদের একাংশ সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ি হাকিমপাড়ায় সিবিআই দফতরে ওই আন্দোলন হবে বলে জানিয়েছে ‘দ্য নাইট ইজ আওয়ার্স’ এবং শুশ্রূতনগরের ‘সিটিজেন ফর জাস্টিস’। সিবিআই দফতরের সামনে অবস্থান, পথসভা হবে বলে জানান সংগঠনগুলির তরফে অভিজিৎ সান্যাল, শাহরিয়ার আলমেরা।

আন্দোলন আরও জোরালো করার ডাক দিয়েই প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মনে করিয়ে দিয়েছেন, ‘‘সাড়ে তিন মাস আগে সিবিআই দফতরে বিক্ষোভ করে আমরা তাদের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলাম। অন্য কেউ তখন পাশে ছিলেন না। তখন রাজনৈতিক প্রতিবাদকে দূরে থাকতে বলা হচ্ছিল! এখন বোঝা যাচ্ছে, রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে আগেই আরও তীব্র আন্দোলন করা যেত।’’ আর জি কর নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এ দিন বলেছেন, ‘‘এক দিকে ‘অভয়া’র ন্যায়-বিচারের দাবিতে, ক্যাম্পাসে ক্যাম্পাসে হুমকি-প্রথার বিরুদ্ধে ও দেশ জুড়ে নারীর নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement