প্রতীকী ছবি।
রাজ্যে স্কুল শিক্ষায় পিপিপি মডেলকে এনে বেসরকারিকরণের পথ খুলে দেওয়া হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদ শুরু হয়ে গেল। রাজ্য সরকারের ওই পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল ও সভা হল এসইউসি-র ডাকে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে প্রেসিডেন্সি কলেজের সামনে গিয়ে প্রতিবাদ সভায় বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, সুব্রত গৌড়ী প্রমুখ। তাঁদের বক্তব্য, সরকারি অর্থ, শিক্ষাপ্রমীদের দান ও সাধারণ মানুষের শ্রমের বিনিময়ে দীর্ঘ দিন ধরে স্কুলের যে সম্পদ তৈরি হয়েছে, তাকে কর্পোরেট মালিকদের হাতে তুলে দিলে শিক্ষা আরও ব্যয়বহুল হবে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও এ দিন অভিযোগ করেছেন, শিক্ষকের অভাবে এমনিতেই স্কুল ভুগছে। এর পরে শিক্ষা ব্যবস্থাকেই বেসরকারি হাতে দিয়ে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির পথেই হাঁটতে চাইছে রাজ্য। শিক্ষা দফতরের আধিকারিকেরা অবশ্য এমন পরিকল্পনার কথা অস্বীকার করছেন।