বিজেপি-আরএসএসের বিরুদ্ধে পথে নেমে একই সঙ্গে তৃণমূলকেও নিশানা করল সিপিএম। দিল্লিতে তাদের কেন্দ্রীয় দফতরে বিক্ষোভ এবং কেরল, অন্ধ্র, ওড়িশায় লাল পতাকা পুড়িয়ে হামলার বিরুদ্ধে সারা দেশে সোমবার প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল সিপিএম। বৃষ্টির জন্য সে দিন কলকাতার কর্মসূচি বাতিল হয়েছিল। পরিবর্তে বুধবার ধর্মতলা থেকে বিজেপি-র রাজ্য দফতরের অদূরে মহাজাতি সদন পর্যন্ত মিছিল করে তারা। মিছিলে ভিড় হয়েছিল ভালই। তার জেরে মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পথে নেমে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘এই সরকারের আমলে দিল্লিতে আমাদের কেন্দ্রীয় দফতরেই তিন বার হামলা হয়েছে। কিন্তু এই ভাবে লাল ঝান্ডাকে শেষ করা যায় না। বিজেপি-র মতো এ রাজ্যে তৃণমূলও বিরোধীদের পার্টি অফিস ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে!’’ দিল্লিতে যোজনা কমিশনের দফতরে বামেদের বিক্ষোভের প্রতিবাদে বাংলায় এক রাতেই যে প্রায় দেড় হাজার সিপিএম কার্যালয় ভাঙা হয়েছিল তৃণমূলের তাণ্ডবে, সেই কথা মনে করিয়ে দিয়েছেন সূর্যবাবু।