Protest

কোল ইন্ডিয়ায় ধর্না

এলআইসি-সহ আরও নানা রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রতিবাদও জানান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২০ ০১:৩৭
Share:

কোল ইন্ডিয়ার সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

কয়লা ক্ষেত্রে ঢালাও বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভে নামল কংগ্রেসের ছাত্র সংগঠন। বিবাদী বাগে কোল ইন্ডিয়ার দফতরের সামনে শনিবার ধর্নায় বসেছিলেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। এলআইসি-সহ আরও নানা রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রতিবাদও জানান তাঁরা। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সঙ্কটে। প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। তার মধ্যেই ৪১টি কয়লাখনি বেসরকারি হাতে তুলে দিয়ে নরেন্দ্র মোদী তাঁর প্রিয়পাত্রদের মুনাফার ঝুলি ভরে দিতে চাইছেন!’’ বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement