কোল ইন্ডিয়ার সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
কয়লা ক্ষেত্রে ঢালাও বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভে নামল কংগ্রেসের ছাত্র সংগঠন। বিবাদী বাগে কোল ইন্ডিয়ার দফতরের সামনে শনিবার ধর্নায় বসেছিলেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা। এলআইসি-সহ আরও নানা রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের প্রতিবাদও জানান তাঁরা। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সঙ্কটে। প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। তার মধ্যেই ৪১টি কয়লাখনি বেসরকারি হাতে তুলে দিয়ে নরেন্দ্র মোদী তাঁর প্রিয়পাত্রদের মুনাফার ঝুলি ভরে দিতে চাইছেন!’’ বিক্ষোভে প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হয়।