চাকরি-প্রার্থীদের অবস্থানে এআইইউটিইউসি নেতৃত্ব। নিজস্ব চিত্র।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মেধা-তালিকায় থেকেও নিয়োগ না পাওয়ায় যে চাকরি-প্রার্থীরা অবস্থান চালাচ্ছেন, তাঁদের ঐক্যবদ্ধ ভাবে নাগরিক মিছিলের কর্মসূচি নেওয়ার প্রস্তাব দিল এআইইউটিইউসি। সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে চাকরি-প্রার্থীদের ৭টি দলের অবস্থানে গিয়ে আন্দোলন প্রসঙ্গে কথা বলেছে। সরকার দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাই বলেছে এআইইউটিইউসি। আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজ্য জুড়ে প্রচার-পত্রও বিলি হচ্ছে। অশোকবাবু চাকরি-প্রার্থীদের প্রস্তাব দিয়েছেন, ওই ৭টি অবস্থান-মঞ্চের মুখপাত্রেরা ঐক্যবদ্ধ ভাবে নাগরিক মিছিলের কর্মসূচি নিয়ে দলমত নির্বিশেষে সব মানুষকে আহ্বান জানান। তাঁরা ওই কর্মসূচিকে সব রকম ভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন এই শ্রমিক সংগঠনের নেতৃত্ব।